রমজান মাসকে ঘিরে ১৬টা প্ল্যান। মুফতি মাহমুদ জহির কাসেমী
Автор: ইসলাম কায়েমের বার্তা
Загружено: 2025-03-09
Просмотров: 165
—সূরা আনফাল ৩৪ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তার ওলী হলেন কেবল সেসকল বান্দা, যারা তাকওয়াবান। মানে তাকওয়া অর্জন হলে বান্দা আল্লাহর ওলী হয়ে যায়।
—আর সূরা বাকারা ১৮৩ নং আল্লাহ তাআলা বলেন, মুমিনদের উপর সিয়াম ফরয করা হয়েছে, যাতে তারা তাকওয়ার অর্জন করতে পারে।
—সুতরাং বুঝা গেলো, রমযান হলো ওলী হওয়ার মাস।
—কিন্তু অধিকাংশ বান্দা রমযান পাওয়ার পরও আল্লাহর ওলী হয় না কেনো?
—কারণ তাকওয়া অর্জন হয় না।
—তাকওয়া অর্জন কেনো হয় না?
—কারণ অধিকাংশের সিয়ামের শুধু খুটি পাওয়া যায়। কামেল বা পরিপূর্ণ সিয়াম হয় না।
—কামেল সিয়াম ও ফলপ্রসূ রমযানের জন্য ১৬টি কাজ করা যেতে পারে। সেগুলো কী কী? শুনুন আলোচনাটিতে।
রমজান মাসকে ঘিরে ১৬টা প্ল্যান।
সমসাময়িক_তথ্য_নির্ভর_আলোচক
মুফতি_মাহমুদ_জহির_কাসেমী_হাফিজাহুল্লাহ
ফাযেল- দারুল উলূম দেওবন্দ, ইন্ডিয়া ও দারুল উলূম মাদানীনগর, ঢাকা।
প্রতিষ্ঠাতা,পরিচালক-মারকাযুর রাসূল ﷺ আল ইসলামী ঈদগাহ মাদরাসা পুরান ভাসানচর,বালুচর,সিরাজদিখান,মুন্সিগঞ্জ।
খতিব-ভগীরতপুর চেয়ারম্যান মার্কেট বাসস্ট্যান্ড জামে মসজিদ,শেখেরচর বাবুরহাট,নরসিংদী ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: