গান: ফিরে আয় যদি পারো
Автор: Mukul Nilphamari
Загружено: 2025-11-01
Просмотров: 136
গান: ফিরে আয় যদি পারো
কথা: মুকুল নীলফামারী
সুর ও সঙ্গীত: এআই
Lyrics:
আকাশটা আজও কাঁদে নিঃশব্দে,
ভেজা বাতাসে মনটা হারিয়ে।
আকাশটা আজও কাঁদে নিঃশব্দে,
ভেজা বাতাসে মনটা হারিয়ে।
চোখের কোণে জমে থাকা গল্পগুলো,
হয়তো সে জানে না— কাঁদায় এখনো।
চোখের কোণে জমে থাকা গল্পগুলো,
হয়তো সে জানে না— কাঁদায় এখনো।
ফিরে আয় যদি পারো, স্মৃতির পথে একবার,
হৃদয় আজও ডাকে তোর নাম বার বার।
ভালোবাসা মিথ্যে নয়, শুধু দূরে গেছে সময়,
থেমে গেছি, তবুও আছো এই পৃথিবী ময়।
বৃষ্টির ফোঁটায় তোর নাম ভেসে আসে,
বিকালের আকাশে মেঘের আবরণে।
বৃষ্টির ফোঁটায় তোর নাম ভেসে আসে,
বিকালের আকাশে মেঘের আবরণে।
মনটা এখনো খোঁজে সেই চেনা মুখ,
যে ছিলো স্বপ্নে, আজ কেবলই মনে।
ফিরে আয় যদি পারো, স্মৃতির পথে একবার,
হৃদয় আজও ডাকে তোর নাম বার বার।
ভালোবাসা মিথ্যে নয়, শুধু দূরে গেছে সময়,
থেমে গেছি, তবুও আছো এই পৃথিবী ময়।
একলা ছেলেটা উদাসীন বসে থাকে,
পুরনো ডায়েরির লেখা পড়ে জানালার পাশে।
একলা ছেলেটা উদাসীন বসে থাকে,
পুরনো ডায়েরির লেখা পড়ে জানালার পাশে।
তোর হাসিটা এখনো কানে বাজে আনমনে,
যদি ফিরে আসে অপেক্ষায় তোর আগমনে।
ফিরে আয় যদি পারো, স্মৃতির পথে একবার,
হৃদয় আজও ডাকে তোর নাম বার বার।
ভালোবাসা মিথ্যে নয়, শুধু দূরে গেছে সময়,
থেমে গেছি, তবুও আছো এই পৃথিবী ময়।
হয়তো কোনোদিন দেখা হবে শেষবার,
বৃষ্টি ভেজা সন্ধ্যায় দু’জনার।
হয়তো কোনোদিন দেখা হবে শেষবার,
বৃষ্টি ভেজা সন্ধ্যায় দু’জনার।
সেই পথে তোকে খুঁজে যাই কতদিন,
যে পথ ধরে সে গিয়েছিলো একদিন।
ফিরে আয় যদি পারো, স্মৃতির পথে একবার,
হৃদয় আজও ডাকে তোর নাম বার বার।
ভালোবাসা মিথ্যে নয়, শুধু দূরে গেছে সময়,
থেমে গেছি, তবুও আছো এই পৃথিবী ময়।
ফিরে আয় যদি পারো, স্মৃতির পথে একবার,
হৃদয় আজও ডাকে তোর নাম বার বার।
ভালোবাসা মিথ্যে নয়, শুধু দূরে গেছে সময়,
থেমে গেছি, তবুও আছো এই পৃথিবী ময়।।
#followers #highlights #familyvlog #family #song #bengalisong #banglasong #ai #sunoai
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: