আওরাখালীর ভাইরাল মাছের হোটেল ll Fish Hotel at Aorakhali,
Автор: Duronto Jajabor - দুরন্ত যাযাবর
Загружено: 2025-02-19
Просмотров: 768
ভাত খাবো কম মাছ খাবো বেশি
এইখানে যা আছে সব মাছ দেশি
আওরাখালীর ভাইরাল মাছের হোটেল
ছোটবেলা থেকে শুনে আসছি আমরা নাকি মাছে ভাতে বাঙালি, সেই সুবাদে সকলের কাছেই মাছ খুব প্রিয় খাবার, কিন্তু দিনদিন নদ নদী খাল বিল ধ্বংস হয়ে যাওয়ায় মাছে ভাতে বাঙালি প্রায় ভুলে, আমরা যে মাসে ভাতে বাঙালি সেই কথাটা ভুলে যাচ্ছি,
কিভাবে যাবেন...?
বাই রোডে আসলে প্রথমে গাজীপুর চৌরাস্তা হয়ে জয়দেবপুর আসতে হবে, এবং জয়দেবপুর থেকে লোকাল বা রিসার্ভ সিএনজি বা অটো পাওয়া যায় ।
তবে কেউ যদি ট্রেন যোগে আসতে চায় সেক্ষেত্রে বাংলাদেশের যে কোন প্রান্ত হতে ট্রেনে করে জয়দেবপুরে স্টেশন এ আসতে হবে এবং ওখান থেকে লোকাল বা রিসার্ভ সিএনজি বা অটো পাওয়া যায় ।
এবং কেউ যদি নিজেদের গাড়ি বা মোটর সাইকেল নিয়ে আসেন তাহলে একইভাবে প্রথমে গাজীপুর চৌরাস্তা হয়ে জয়দেবপুর। এর পরে জয়দেবপুরের ভেতর দিয়ে নুরুন এবং পরে মার্তা নামক এলাকা পারি দিয়ে যেতে হবে আওয়াখালীর ভাইরাল এই ভাই ভাই মাছের হোটেল & রেস্টুরেন্টে ।
এখানে পাওয়া যায়, কৈ মাছের, কাইক্কা মাছ, বাইল্লা গুঁড়া, মলা মাছ, খলসে মাছ , দেশি পুটি, চিংড়ি, ছোট শিং এবং বাইন, নলা, রুই, কাতলা, শোল - টাকি, চান্দা ইত্যাদি আরো কয়েক প্রকার মাছ ।
ভালো-মন্দ সব জায়গাতেই আছে, এখানেও খাবার খেতে গেলে কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন
1. খাবার শুরু করার আগেই অবশ্যই দরদাম করে নিবেন এবং কত প্রকারের এবং কি কি মাছ ভাজা খাবেন তা ঠিক করে নিবেন
2. একটু খেয়াল করে নিবেন যে পুরনো মাছ তারা নতুন করে ভেজে দিচ্ছে কিনা
3. যারা দুপুরের পরে যাবেন তারা পুরনো মাছের সাথে সাথে খেয়াল রাখবেন সকালে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছে কিনা ।
এখানকার প্রতিটা মাছ ভাজা খুব মজাদার ছিল, যারা মাছ খেতে ভালোবাসেন বিশেষ করে ছোট মাছ তারা একবার হলেও এখানে যাবেন আশা করি ভালো লাগবে।
আজ এই পর্যন্তই, যাযাবর এক্সট্রিমের সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ।।
#viralvideo
#fish
#fishfry
#kaligonj
#aorakhali
#gazipur
#bangladesh
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: