"দান কাকে বলে" ভক্তকে শেখালেন বামাক্ষেপা!
Автор: ধর্ম-কথা
Загружено: 2026-01-17
Просмотров: 295
যে লোকটা বসে আছে সেই লোকটার সামনে একটা ভালো সুন্দর গায়ে দেওয়ার চাদর আগুনে পুড়ছে সেরকম একটা ছবি বানিয়ে দাও আর লেখাটা মুছে দাও আরো সুন্দর করে দা
দান কাকে বলে----- ১৩১২ সনের মাঘ মাস,তারাপীঠে জাঁকিয়ে শীত পড়েছে,প্রচণ্ড ঠান্ডা। সর্বদা দেহবোধহীন পূর্ণব্রহ্মজ্ঞ শ্রীবামের কাছে শীত,গ্রীষ্ম কি বর্ষা সব ঋতুই সমান।শীতের সময় কোন কোন ভক্ত শিষ্য বামদেবকে গরম পোষাক দিলে তিনি সেটি দু'একদিন ব্যাবহার করেই কাউকে দান করে দেন।কারণ তাঁর এসবের কোন প্রয়োজন নেই, তবুও ভক্তদের মন রক্ষার্থে কখনো কখনো গ্রহণ করেন। আবার,লীলাময় শ্রীবাম কখনো কখনো এই পোষাক নিয়ে বিচিত্র লীলা করেন।কোনো ভক্ত হয়ত মূল্যবান শীতের পোষাক দিয়েছেন ক্ষ্যাপা বাবা সেটি বিন্দুমাত্র গায়ে না দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন।পশম বস্ত্রের পোড়া গন্ধে স্থানীয় পাণ্ডা ও লোকজনেরা এসে দেখেন সেই মূল্যবান বস্ত্রটি অগ্নিতে দগ্ধ হচ্ছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে মায়াতীত বামদেব সহজাতভাবে উত্তর দেন"কাপড়ের হোম করলাম বাবা"। যাইহোক,একদিন সকালে ভীষণরকম ঠাণ্ডায় কাবু তারাপীঠ বাসীগণ।বামদেব যথারীতি নিজের ভাবে আত্মস্থ হয়ে একটি মড়ার ছেঁড়া কাঁথা গায়ে জড়িয়ে বসে আছেন এবং মধুর স্বরে গান গাইছেন"নগর হতে কানন ভালো".... এমন সময় বাবার এক অনুগত ভক্ত এসে উপস্থিত হলেন একটি গরম শাল নিয়ে।তিনি বললেন"কর্তাবাবা,এই চাদরটা গায়ে লাও।ঠান্ডা লাগবেক নাই"।এই বলে তিনি শ্রদ্ধার সাথে শালটি বামদেবের গায়ে জড়িয়ে দিয়ে প্রণাম জানিয়ে বিদায় নিলেন।সেই সময় বাবার আশ্রমের সামনে দিয়ে একজন দরিদ্র বৃদ্ধ শীতে কাঁপতে কাঁপতে যাচ্ছিলেন।তিনি ক্ষ্যাপাবাবাকে শাল জড়িয়ে বসে থাকতে দেখে বললেন"গোঁসাই আজ বড্ড জাড়(শীত)লাগছে,চাদরটা দ্যান ক্যানে?"এই কথা শুনে করুণাময় শ্রীবাম চাদরটি খুলে বৃদ্ধটিকে জড়িয়ে দিয়ে বললেন"লিয়ে যা।"বৃদ্ধটিও সানন্দে বাড়ীর দিকে রওনা হলেন। এমন সময় পথে সেই ভক্তটির সাথে বৃদ্ধটির দেখা হওয়ায় সে রেগে গিয়ে তাঁকে চোর বলে গালাগালি করতে থাকলো এবং শাল চুরির অপবাদ দিল।বৃদ্ধটি দরিদ্র হলেও হীন স্বভাবের নয়।তাই তিনিও সতেজে প্রতিবাদ করে বললেন"অকথা কুকথা বলবেন নাই বাবু,আমি চোর লই।আমি চেয়েছি তাই গোঁসাই গায়ে জোড়িই দিয়েছেন বটে।তবে যেয়ে আমি লিইছি।"উভয়ে রীতিমতো ঝগড়া করতে করতে বামদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন।সব শুনে তারাপীঠ ভৈরব শ্রীবাম ভীষণ রুদ্রমূর্তি ধারণ করে জনৈক ভক্তটির উদ্দেশ্যে বললেন,"তুঁই দিঁয়ে আমায় শিঁখিই দিলি,আবার উয়াকে ধরে লিঁয়ে আলছিস?তুই ক্যানে দিলি?আমি তাইলে দিতম নাই।"অর্থাৎ বাবার কথার সারমর্ম এই,তুমি আমাকে না দিলে আমি দেওয়া শিখতাম না।তুমি আমাকে দিতে শেখালে আবার মিথ্যা অপবাদ দিয়ে ওকে ধরে এনে তার মনে আঘাত করলে।যে নিতে শিখেছে,দিতে শেখেনি তার মন অতীব সংকীর্ণ।তাই দান কাকে বলে ভক্তটিকে সেই শিক্ষাই দিলেন শ্রীবাম। অর্থাৎ যে দেবে সে নিঃস্বার্থভাবেই দেবে।যাকে সে দিল তা নিয়ে সেই ব্যাক্তিটি কি করবে তা তার ব্যক্তিগত বিষয়।সেই বিষয়ে তার আর মা
তারাপীঠের মহাসাধক শ্রীশ্রী বামাক্ষ্যাপা—যাঁর কাছে দান মানে শুধু দেওয়া নয়, দান মানে নিঃস্বার্থ হওয়া।
১৩১২ সনের কনকনে শীতের সকালে তারাপীঠে ঘটে যাওয়া এক অলৌকিক ও শিক্ষামূলক ঘটনা আমাদের শেখায়—দান করলে তার ফল বা ব্যবহার নিয়ে প্রশ্ন তোলা যায় না।
এই কাহিনী শুধু একটি ঘটনা নয়, এটি মানবজীবনের এক গভীর শিক্ষা—
👉 দান করতে শিখো, কিন্তু প্রত্যাশা করো না।
👉 নিঃস্বার্থ দানেই আছে আসল পূণ্য।
🌺 জয় জয় তারা, জয় জয় বাম 🌺
#বামাক্ষেপা
#তারাপীঠ
#তারামা
#শ্রীবাম
#tarapith
#bamakhepa
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: