কথায় হে দয়াল কানডারি | নহির সাঁইজির গান | ফারুক সিদ্দিকী | লালন গীতি | Nohir Shaijeer Gan
Автор: Farouqe Siddiky
Загружено: 2021-03-30
Просмотров: 2330
আধ্যাত্মিক ভাব ধারায় সূফী বাদের অনুসারী আত্মপরিচয় মূলক বানী প্রধান সঙ্গীত সমূহের গবেষণায় উঠে আসা "লালন" শাঁই এর এবং তাঁরই অনুস্মরণে সমসাময়িক সাধু গুরুদের আদি সুর ও অমিয় বানী সমূহের শত সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও সংগ্রহ পূর্বক এহেন লীলাময় কর্তব্য সর্বসাধারণের জন্যে উন্মুক্ত করে উপস্থাপন করতে পেরে গর্ব বোধ করছি। আশা করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার নিবেদন ধর্মীয় গোঁড়ামি তথা অহাবী মৌলবাদের করাল থাবা থেকে সৃষ্টি রহস্যের প্রেমাষ্পদ সত্য অনুভূতির নিয়ামক হিসেবে সাধক ও সাধারণ ধর্ম নিরপেক্ষ সমাজ ব্যবস্থায় মানুষিক বিকাশে সহায়তা করবে।
নিবেদক- ফারুক সিদ্দিকী
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: