গ্রে কাপড় কিভাবে তৈরি করে, সরাসরি ফ্যাক্টরি থেকে
Автор: 𝐓𝐞𝐱𝐭𝐢𝐥𝐞 𝐁𝐃
Загружено: 2024-02-01
Просмотров: 741
আমরা এই ভিডিওতে দেখবো #গ্রে-কাপড় কিভাবে তৈরি করে এবং মেশিনের সাহায্যে কিভাবে বিভিন্ন ডিজাইনের যেমন ডবি ডিজাইন, হেরিংব্রোন ডিজাইন কাপড় তৈরি করে।
এই পোষ্টের মাধ্যমে আমরা, ফেব্রিক কি এবং ফেব্রিক কত প্রকার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।
ফেব্রিক কি
আঁশকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সুতার তৈরি করা হয়। সুতাকে বয়ন প্রক্রিয়ার মাধ্যমে টানা ও পড়েন সুতার পরস্পর বন্ধনী দিয়ে, লুপের সাহায্য এবং আঁশকে জমাট বাঁধিয়ে ফেব্রিক উৎপন্ন করা হয়।
ফেব্রিক কত প্রকার –
ফেব্রিককে তিন ভাগে ভাগ করা হয়
১ নীটেড ফেব্রিক।
২ বয়ন ফেব্রিক।
৩ নন-ওভেন ফেব্রিক।
*নীটেড ফেব্রিক
নিডেলের সাহায্যে ইয়ার্ন (সুতা) দ্বারা লুপ তৈরি করে লুপের ইন্টারমেশিং করার পর যেই ফেব্রিক উৎপন্ন হয় তাই নীটেড ফেব্রিক।
*বয়ান ফেব্রিক
টানা ও পড়েন সুতার পরস্পর বন্ধনীর মধ্য দিয়ে যে ফেব্রিক উৎপন্ন করা হয় তাই বয়ন ফেব্রিক।
*নন ওভেন ফেব্রিক
টেক্সটাইল ফাইবার (প্লাস্টিক ফিল্ম,ফোমস্তর,ধাতব ফায়েল) ইত্যাদি রাসায়নিক বা যান্ত্রিক বন্ড করে যে ফেব্রিক তৈরি করা হয় তাই হলো নন ওভেন ফেব্রিক।
এই পোষ্টের মাধ্যমে টেক্সটাইল বেসিক নলেজ সম্পর্কে জানবো।
যা প্রত্যেকটি টেক্সটাইল স্টুডেন্টদের জানা উচিত।
১. প্রথম আবিষ্কার করা ন্যাচারাল ফাইবার এর নাম কি?
উত্তর : উল (Wool) ফাইবার।
২. প্রথম আবিষ্কার করা ক্রোপ (Crop) ফাইবারের নাম কি?
উত্তর : ফ্লাক্স ফাইবার।
৩. প্রথম আবিষ্কার করা সিনথেটিক/ম্যান মেইড ফাইবার এর নাম কি?
উত্তর : পলি এমাইড ফাইবার/ Nylon Fiber.
৪. সকল প্রকার ফাইবারের কিং বলা হয় কোন ফাইবার কে?
উত্তর : কটন ফাইবার।
৫. কোন ফাইবারকে ফাইবারের রানী বলা হয়?
উত্তর : সিল্ক ফাইবার।
৬. ডিসপোজাল গার্মেন্টস কি?
উত্তর: একবার ব্যবহার করা গার্মেন্টসকে বলা হয়।
৭. ফাইবার ফিজিক্যালি কত প্রকার?
উত্তর: দুই প্রকার, ১. স্টেপল ফাইবার। ২. ফিলামেন্ট ফাইবার।
৮. Weft নীটিং এর স্টিচ কয়টি?
উত্তর : তিনটি, ১. প্লেইন নীট স্টিচ। ২. পাল স্টিচ। ৩. রিব স্টিচ।
৯. কি কি ধরনের কটন ফেব্রিক কিনতে পাওয়া যায়?
উত্তর : গ্রে কটন, ব্লিচ কটন, কালার/ডাইড কটন ফেব্রিক।
১০. প্লাই ইয়ার্ন কি?
উত্তর : একাধিক ইয়ার্ন একত্রে পাক বার টুইস্ট দেওয়ার ফলে যে ইয়ার্ন পাওয়া যায় তাকে প্লাই ইয়ার্ন বলে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: