দুমলং পাহাড় জয়ের দু:সাহসিক গল্প | Dumlong Summit 2014 | পুকুরপাড়া | Bandarban | Rangamati
Автор: Monirul Islam
Загружено: 2020-10-11
Просмотров: 8594
বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় দুমলং পর্বত অবস্থিত। এটি রাংত্লং পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত ও রাইংক্ষ্যং হ্রদের পার্শ্ববর্তী প্রাংজং পাড়ার কাছে এর অবস্থান।
দুমলং মূলত এখানকার একটি পাহাড়ি ঝিরির নাম। ঝিরিটি পাহাড়ের গা বেয়ে নেমে কয়েক কিলোমিটার উত্তরে রাইখান নদীতে মিশেছে। এই ঝিরি বা ধারাটির উৎস হিসেবে স্থানীয়রা চূড়াটিকে দুমলং বলেই ডাকে। অন্যদের মাঝে এটি রেংত্লাং এর সর্বোচ্চ চূড়া হিসেবে পরিচিত ছিলো।
নান্দনিক নৈসর্গের এক ল্যান্ডস্কেপ ভিউ দেখতে পাবেন দুমলং এর চূড়া থেকে। এখানে পাহাড়ের ভাজে ভাজে খেলা করে মেঘ। মেঘের শীতল পরশ ভুলিয়ে দেয় জীবনের তিক্ত অভিজ্ঞতা গুলোকে। ৩৩১৫ ফুট উঁচুতে অবস্থান করা দুমলং এর চূড়া দেশের তৃতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ। যদিও গুগল আর্থে এটিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ চুড়া হিসেবে দেখায়।
বুনো পাহাড়ের আদিম সৌন্দর্য যাদের কাছে তীর্থস্থানের মতো তাদের জন্য দুমলং অন্যতম একটি ট্র্যাকিং প্লেস। দুমলং এর তিনটি চুড়া রয়েছে মোট। উত্তরের চুড়া, পশ্চিমের চুড়া ও আসল চুড়া। সব পাহাড়ের যেমন রয়েছে নিজস্ব সৌন্দর্য, রূপ, দৃশ্যের মোহময়তা- দুমলং ও তেমনি রাঙিয়ে রেখেছে আপন ভুবন, আপন ছন্দে। রোমাঞ্চের স্বাদ পেতে ঘুরে আসতে পারেন দেশের এই তৃতীয় চুড়া থেকে।
আমরা গিয়েছিলাম ২০১৪ সালের আগস্ট মাসে।
ঢাকা থেকে বান্দরবানের রুমা হয়ে বগালেক তারপর মুরং পাড়া।
পরদিন পুকুরপাড়া। সেখান থেকে দুমলং সামিট করি।
আমার দু:সাহসিক ও দারুন ভ্রমনের ভিডিও দেখুন এই প্লেলিস্টে:
https://www.youtube.com/watch?v=JDioC...
অপরূপ জাদিপাই ঝর্ণা ট্রেকিং:
• অপরূপা জাদিপাই ঝর্ণা | Jadipai Waterfall i...
দামতুয়া অভিযান
• দামতুয়া অভিযান | Damtua waterfall | Bandarban
অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং
• Road to Annapurna Base Camp | Trek to Nepal
ভারতের বিখ্যাত রূপকুন্ড ট্রেক
• Beautiful Roopkund trek | ভারতে রুপকুন্ড অ...
Music credit : INOSSI - Kind Heart (Vlog No Copyright Music)
• INOSSI - Kind Heart (Vlog No Copyright Music)
#বান্দরবান #রাঙামাটি #MonirulIslam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: