শ্রীফলতলী জমিদার বাড়ি কালিয়াকৈর |
Автор: pathe pathe sabar sathe পথে পথে সবার সাথে
Загружено: 2025-06-01
Просмотров: 135
ইতিহাসে শ্রীফলতলী : শ্রীফলতলী অঞ্চলের ও এই জমিদার এস্টেটের সুপ্রাচীন একটি ইতিহাস রয়েছে । শ্রীফলতলী একটি নাম, একটি এলাকা, একটি জনপদ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিনির্মাণের অন্যতম কেন্দ্রভূমি। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী গ্রামেই এই শ্রীফলতলী জমিদার এস্টেটের অবস্থান।
জাতীয় ও আঞ্চলিক ইতিহাসে কালিয়াকৈর অবস্থানগত দিক থেকে অত্যন্ত গৌরবময়।
প্রাচীন সমৃদ্ধ জনপদ ডবাক ও ভাওয়ালকে
কেন্দ্র করে গড়ে উঠেছে আজকের কালিয়াকৈর। মনে করা হয়, এখানে সভ্যতার ছোঁয়া লাগে মৌর্য সম্রাট অশোক শাসনের বহু আগে। এখানে প্রায় আড়াই হাজার বছর আগে সম্রাট অশোকের শাসন কার্যকর ছিল। তার প্রমাণ সাকাশ্বর স্তম্ভ। মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা বিলুপ্তির পর এখানে গড়ে ওঠে লবলং সভ্যতা, যার কেন্দ্রভূমি ছিল সপ্তম ও অষ্টম শতকের পাল রাজা যশো পালের রাজধানী ডবাক বা ঢোলসমুদ্র। সম্প্রতি খনন করে যশো পালের রাজধানীর ধ্বংসাবশেষ পাওয়া গেছে কালিয়াকৈরে। এসব
ধ্বংসাবশেষই প্রমাণ করে এই অঞ্চলের সমৃদ্ধি।
এককথায় লবলং সভ্যতা, মৌর্য শাসন ও পাল রাজাদের পীঠস্থান ছিল এই কালিয়াকৈর। কালিয়াকৈরে এক সময় গড়ে ওঠে তালিবাবাদ পরগনা। এই পরগনার ৯ শতাংশ মালিকানা নিয়ে গড়ে ওঠে শ্রীফলতলী জমিদার এস্টেট। গাজীপুরের পশ্চিম প্রান্তজুড়ে ছিল তালিবাবাদ পরগনা। ত্রয়োদশ শতাব্দীতে তুর্কি সুলতান সুলায়মান দ্য গ্রেট চারজন গাজীকে ধর্ম প্রচার করার জন্য ভারতবর্ষে প্রেরণ করেন। তারা হলেন– তালিব গাজী, সেলিম গাজী, কাশেম গাজী এবং ফজল গাজী। তালিব গাজীর বংশধর হলেন শ্রীফলতলীর জমিদার। তালিব গাজীর নামেই নামকরণ হয় তালিবাবাদ পরগনা। ওপরের ইতিহাসগুলো আমাকে বলছিলেন শ্রীফলতলী এস্টেটের বর্তমান কর্ণধার সৈয়দ আফজাল হোসেন আপেল। জমিদারবাড়ির অনেক স্মৃতি রয়েছে দেখার মতো। বিশেষ করে আপেলের সংগ্রহ। জমিদারবাড়ির প্রায় অর্ধেক অংশজুড়ে বিভিন্ন কক্ষে বিশাল একটি সংগ্রহশালা গড়ে তুলেছেন তিনি ।
বাংলাদেশের প্রথম ডাকটিকিট : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল, সেই সরকার, তাদের রাষ্ট্রীয় কাজে চিঠিপত্র লেনদেনে ব্যবহার করছিলেন পাকিস্তানের নামাঙ্কিত ডাকটিকিট। ঢাকা জিপিওর কয়েকজন অফিসার যারা পালিয়ে এসে মুজিবনগর সরকারের সঙ্গে যুক্ত হতে পেরেছিলেন, তাঁদের কাছে থাকা
ডাকটিকিটগুলোকেই নতুন করে ছেপে আবার ব্যবহার করা শুরু হয়। মুজিবনগর সরকারের চারদিকে অনেক দায়িত্ব, নতুন করে ডাকটিকিট ডিজাইন করে, তা ছেপে ব্যবহার করার কাজটি ছিল অনেক কঠিন। তাই রাবারস্ট্যাম্প দিয়ে সেই ডাকটিকিটের ওপর বাংলাদেশ লেখাটি ছাপ দিয়েই কাজ চালানো হতো। বাংলাদেশের প্রথম ডাকটিকিট, প্রথম ১ টাকার নোট, ১৯৭১ সাল, ১৯৪৭ সালের দেয়াল ক্যালেন্ডার দেখে আমি ভীষণ চমকিত হয়েছি ।
এই জমিদারবাড়ির জাদুঘর দেখে আমি অভিভূত। কী নেই সেই জাদুঘরে–মোগল সময়ের মুদ্রা, সম্রাট আকবরের সময়ের ব্যবহৃত মুদ্রা, জমিদারবাড়ির নানা জিনিস, আসবাব, বাসন, অনেক ছোট ছোট ঐতিহাসিক সংগ্রহ। পুরো জাদুঘর দেখতে আমার ৪-৫ ঘণ্টা সময় লেগেছে। বেশ সমৃদ্ধ একটি সময় অতিবাহিত করে ঢাকার উদ্দেশে রওনা হলাম।
কীভাবে যাবেন
যাঁদের নিজস্ব পরিবহন আছে তাঁরা সহজে কালিয়াকৈরের শ্রীফলতলী জমিদার বাড়িতে যেতে পারবেন। যাঁরা বাসে যাবেন, তাঁরা ঢাকার গাবতলী ও মহাখালী থেকে বাসে যেতে পারবেন। বাসে চড়ে এয়ারপোর্ট ও উত্তরা হয়ে শ্রীফলতলী মোড়ে যেতে পারবেন। সেখান থেকে ৫-৬ মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন জমিদার বাড়ি। গাবতলীর কিছু বাস গাজীপুরের চন্দ্রা পর্যন্ত চলাচল করে। চন্দ্রায় নেমে সেখান থেকে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে যেতে হবে। সেখান থেকে রিকশা নিয়ে জমিদার বাড়িতে যাওয়া যাবে।
থাকার ব্যবস্থা
ভাড়ার তালিকাঃ
গাবতলী থেকে কালিয়াকৈর বাসে জনপ্রতি ভাড়া=১০০ টাকা।
কালিয়াকৈর বাজার থেকে অটোতে শ্রীফলতলী জমিদার বাড়ি রিজার্ভ ৫০ টাকা।
খাবার খেতে হবে কালিয়াকৈর বাজারে গিয়ে।
রাতে থাকতে হলে কালিয়াকৈ বাজারে হোটেল পাবেন।
হোটেল ভাড়া-৩০০ টাকা থেকে ১৫০০ টাকা একরাত।
যাঁরা ঢাকার বাইরে থেকে জমিদার বাড়িতে যাবেন কিংবা ঢাকায় থেকেও দিনে গিয়ে দিনে বাসায় ফিরতে চান না, তাঁরা গাজীপুরে রাতযাপন করতে পারবেন। সেখানে বিভিন্ন মানের আবাসিক হোটেল ও
রিসোর্ট আছে। খাওয়ারও ব্যবস্থা আছে।
পথে পথে সবার সাথে আপনাদের চ্যানেল যারা ভ্রমণ করতে ভালোবাসেন। আমি বিভিন্ন জায়গায় আপনাদের এই চ্যানেলের মাধ্যমে ঘুরতে নিয়ে যাব।যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবার বিনীত অনুরোধ রইলো।আপনাদের ভালোবাসা ও শুভ কামনা মাথায় নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
______________________________________________________________
My e-mail address: write2kishan@gmail.com
Channel e-mail address:pathepathe827@gmail.com
Pathe pathe facebook link: / 19zqdqb8hs
Pathe pathe group Link: / 19plyeb88r
Youtube channel link; / @pathepathesabarsathe
Instagram Link: instagram.com/pathe_pathe_sabarsathe
_________________________________________________________________
#শ্রীফলতলীজমিদারবাড়ি
#sreefaltaliZamindarBariHistory
#Sreefoltoli
#কালিয়াকৈর
#গাজীপুর
শ্রিফলতলি
শ্রীফলতলি
শ্রীফলতলী
শ্রীফলতলী জমিদার বাড়ি
শ্রীফলতলী জমিদার বাড়ী
#পথে পথে
#পথে পথে সবার সাথে
___________________________________________________________
You can see the following videos:
• গোলাপ বাগান ভ্রমন, golap bagan vromon
• হাতিরঝিল ভ্রমণ, Hatir Jhil Tour
• জিন্দাপার্ক ভ্রমণ শেষ পর্ব, Jinda Park Tou...
• জিন্দাপার্ক ভ্রমণ দ্বিতীয় পর্ব, JINDA PARK...
• জিন্দাপার্ক ভ্রমণ প্রথম পর্ব, JINDA PARK ...
• সরিষা ফুলের ক্ষেত । সরিষা ফুলের মাঠ । সরিষ...
• মিরপুরের পাখির হাট, Mirpurer pakhir hat,
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: