নৈহাটি বিখ্যাত চারা মাছের বাজার/মরসুমের শুরুতে সস্তায় চারা মাছের অফুরন্ত ভান্ডার/NAIHATI SEEDS HUT
Автор: CRAZY VILLAGERS(W.B)
Загружено: 2023-05-23
Просмотров: 23141
@crazyvillagers4
এশিয়ার বিখ্যাত চারা মাছের বাজার নৈহাটি। যেখানে বিভিন্ন প্রকার চারা মাছ অত্যন্ত সস্তায় পাওয়া যায়। এই বাজারের আসেপাশে অনেক হ্যাচারি অবস্থিত। যেখানে অনেক উন্নত মানের চারা মাছ উৎপাদন করা হয়। তাই শুধুমাত্র আশেপাশের এলাকায় মাছ চাষিরা নয়, দুর দুরান্তের অনেক চষিভাই এই বাজারে মাছ কিনতে ছুটে আসেন। কারণ এই বাজারে প্রচুর পরিমাণে মাছ আসে। যেখান থেকে নিজেদের পছন্দের মাছ দেখেশুনে দরদাম কেনা যায়। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ এখানে ঠকার কোনো যায়গা নেই। এই কথাটি আমি বারবার বলে থাকি। এই ভিডিওতে আমি বলেছি যা দর্শক বন্ধুদের কাজে লাগবে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: