দেশি তাজা শিং মাছ বাজার থেকে নিয়ে আসলো।ভোয়াভাত ৩রকম ভর্তা দিয়ে নাস্তা। দুপুরে শিং মাছ কশিয়ে রান্না
Автор: Shimo lifestyle vlog
Загружено: 2025-11-29
Просмотров: 181
সকালের নাস্তা বুয়া ভাত সেই সাথে তিন প্রকারের ভর্তা তৈরি করলাম। বাজার থেকে অনেকগুলা তাজা শিং মাছ নিয়ে আসলো শিং মাছগুলা লবণ মেখে রেখে দিলাম মরে যাওয়ার জন্য। তারপর দুপুরে রান্না জন্য সব কেটেকুটে রেডি করলাম । জলপাইয়ের আচার দিব জলপাই কেটে নিলাম। ফুলকপি ভাজি করব ফুলকপি কেটে নিলাম। এই মাছ মরে যাওয়ার পর শিং মাছগুলো কেটে নিলাম। তারপর শিং মাছ গুলা পরিষ্কার করে প্যাকেট করে ফ্রিজে রাখলাম আর অল্প কয়েকটা শিং মাছ কষিয়ে রান্না করলাম দুপুরের জন্য। সাথে অল্প একটু ডাল রান্না করলাম এই ছেলে আজকে দুপুরের রান্না বান্না। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: