সুনামগঞ্জের হাওরে হাঁসের নীরব বিপ্লব !! ২৫০ কোটি টাকার হাতছানি !! Duck farming at Sunamganj haor
Автор: Bioscope Entertainment
Загружено: 2023-08-01
Просмотров: 10456
সুনামগঞ্জের ১১টি উপজেলার বিস্তৃর্ণ হাওর এলাকায় অসংখ্য খালবিল হাওর জলাশয় হাঁস পালনের জন্য বিপুল সম্ভাবনাময়। দেশের সবচেয়ে বেশি হাঁসের ডিমও উৎপাদন হয় হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জ ও সিলেট, জেলায় বাৎসরিক উৎপাদিত ডিমের পরিমাণ ২৭ কোটি ৫৫ লাখ ১১ হাজার । যেখানে জেলায় ডিমের চাহিদা ২৫ কোটি ৬৬ লাখ ৬৯ হাজার । বছরে ওই জেলায় উদ্বৃত্ত ডিমের সংখ্যা দাঁড়ায় ১ কোটি ৮৮ লাখ ৪৭৪ হাজারেরও বেশি।
জেলা প্রাণিসম্পদ অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলায় সদর উপজেলায় ২৯৫টি, ছাতক ৩২৩টি, দোয়ারাবাজারে ২৩৫টি, জামালগঞ্জে ২৮০টি, জগন্নাথপুর ১৭৫টি, দিরাইয়ে ২৯৫টি, বিশ্বম্ভরপুরে ২৮১টি, তাহিরপুরে ১৫৫টি, ধর্মপাশা ৩৫৮টি, শাল্লায় ১৫৮টি ও দক্ষিণ সুনামগঞ্জে ৩১৫টি সহ মোট ২ হাজার ৮৭০টি হাঁসের খামার রয়েছে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: