জীবনের কিছু কঠিন সত্য 👉সময় কারো জন্য থেমে থাকে না – তুমি থেমে গেলে জীবন এগিয়ে যাবে তবুও
Автор: golpor duniya
Загружено: 2025-10-04
Просмотров: 5155
🌑 জীবনের আরও কিছু কঠিন সত্য
1. তুমি যত বড় হবে, ততই বন্ধুর সংখ্যা কমে যাবে। ছোটবেলায় অনেক বন্ধু থাকলেও বড় হয়ে কেবল কিছু মানুষই সত্যিকারের থাকে।
2. সব সম্পর্ক চিরদিন থাকে না। যতই যত্ন করো, কিছু মানুষ হঠাৎ করেই হারিয়ে যাবে।
3. ভালো কাজ করলে সবাই প্রশংসা করবে না। বরং অনেক সময় উপহাস করবে, সমালোচনা করবে।
4. মানুষ তোমার কথা নয়, তোমার অবস্থান দেখে সম্মান করে। টাকাওয়ালা হলে সবাই হাত মেলাবে, কষ্টে থাকলে সবাই দূরে থাকবে।
5. সবাই সাফল্য চায়, কিন্তু ব্যর্থ মানুষকে কেউ সহ্য করে না।
6. সবার জীবনের কষ্ট দেখা যায় না। যে হাসিমুখে থাকে সেও হয়তো ভেতরে একা ও ভাঙা।
7. যে তোমার পাশে আজ আছে, সে কালও থাকবে—এই গ্যারান্টি নেই।
8. তুমি যতই সত্য বলো, সবাই বিশ্বাস করবে না। আর মিথ্যেবাদী অনেক সময় বেশি জনপ্রিয় হয়।
9. তুমি যত ভালো মানুষ হও, তত বেশি কষ্ট পাবে। কারণ ভালো মানুষরা সবসময় অন্যের জন্য ত্যাগ করে।
10. প্রেম যত গভীর হয়, তত বেশি কষ্টের সম্ভাবনা থাকে।
11. মানুষ সবসময় নিজের সুবিধাটাই আগে দেখে। তুমিই যত সাহায্য করো, একদিন তোমাকেই ভুলে যাবে।
12. পরিবারই একমাত্র জায়গা, যেখানে তুমি সবচেয়ে বেশি অবহেলিত হলেও ফিরে যেতে পারো।
13. মানুষ ব্যস্ততার অজুহাত দিয়ে সম্পর্ক নষ্ট করে, আসলে মন থেকে দূরত্ব তৈরি করে।
14. তুমি যত সৎ হবে, তত মানুষ তোমাকে বোকা ভাববে।
15. জীবন তোমাকে যতই কষ্ট দিক না কেন, সময়ের সাথে তুমি মানিয়ে নিতে শিখে যাবে।
16. সবাই তোমাকে বুঝতে পারবে না, কিন্তু তবুও তোমাকে নিজের পথে চলতে হবে।
17. যত বেশি আশা রাখবে, তত বেশি কষ্ট পাবে।
18. সব মানুষ তোমার সাফল্যের পেছনের কষ্টটা জানবে না।
19. মানুষ তোমার ভুলগুলো বড় করে দেখে, ভালো কাজগুলো ভুলে যায়।
20. দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হচ্ছে ধৈর্য। যে ধৈর্য ধরতে পারে, সে-ই শেষ পর্যন্ত জেতে।
21. কখনো কখনো একা চলতে হয়। কারণ সবাই তোমার পথচলার অংশীদার হতে চায় না।
22. তুমি যত বেশি মানুষকে খুশি রাখবে, তত বেশি ক্লান্ত হবে।
23. যে মানুষটা আজ তোমার জন্য সব করছে, তাকে অবহেলা করো না— একদিন সে আর থাকবে না।
24. তুমি যত কষ্টেই থাকো, কাউকে বললে সবাই শোনে না। বরং কেউ কেউ তোমার দুর্বলতা খুঁজে নেয়।
25. তুমি যদি নিজেকে না বদলাও, পৃথিবী তোমাকে ছুঁড়ে ফেলে দেবে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: