জীর্ণ ||Heart touched Bangla story video
Автор: লাবিব গল্প বাহার
Загружено: 2025-12-08
Просмотров: 64
বহুদিন পর আজ সন্ধ্যেটা যেন হঠাৎ থমকে আছে।
একজন এিশোর্ধ পুরুষ বারান্দায় বসে আছে। সামনে রাখা পুরনো, চা-রঙের একখানা ডায়রি।
কেউ যদি এখন লোকটিকে দেখে, হয়তো নির্ঘাত বলবে—
“লোকটা গম্ভীর থাকতে থাকতে, বদমেজাজি হতে হতে অবশেষে পাগল হয়ে গেছে!”
কিন্তু মানুষ কি সব জানে?
সবার কাছে সে হয়তো রুক্ষ, গম্ভীর, রগচটা। অথচ পৃথিবীর সবচেয়ে কঠিন মানুষও কোনো না কোনো সময়ে নিজের খোলস ছেড়ে ভেঙে পড়ে, নিঃশব্দ হয়ে যায়। যেমন নদীর ওপরে বয়ে যাওয়া বাতাসও হঠাৎ থেমে যায় কোনো একলা দুপুরে।
গল্পের নাম: জীর্ণ
লেখা:সাইফা জাহান দ্বীনা
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: