যখন একজন ডিএসপি তার স্বামীকে ১২ বছর পর রাস্তায় ভিক্ষা করতে দেখেন - এরপর যা ঘটেছিল তা অকল্পনীয় ছিল।
Автор: Story by maruf
Загружено: 2025-12-12
Просмотров: 699
১৫ বছরে বিয়ে।
১৮-তে শ্বশুরবাড়ির চার দেয়ালে বন্দি।
রোজ অপমান, চিৎকার, একদিন মার।
এক অন্ধকার রাতে সে একটা চিরকুট লিখে পালিয়ে গেল।
পকেটে মাত্র কয়েকটা টাকা।
হৃদয়ে একটাই আগুন: “আমি ফিরব, ইউনিফর্ম পরে।”
কাজ করে, ক্ষুধা সহ্য করে, রাত জেগে পড়ে
দ্বিতীয়বারে সে সত্যিই ডিএসপি হল।
আর ঠিক তখনই বৃন্দাবনের রাস্তায়
ভিখিরির ছদ্মবেশে পড়ে থাকতে দেখল তার সেই স্বামীকে,
যে একদিন তার স্বপ্ন ভেঙেছিল, আজ নিজেই ভেঙে-টুকরো।
যে মেয়ে অন্ধকার থেকে পালিয়ে আলো হয়েছিল,
সেই আলো ফিরে এসে হাত বাড়ালো তার অন্ধকারে ডোবা স্বামীর দিকে।
এ গল্প শুধু একটা মেয়ের জয়ের নয়।
এ গল্প ক্ষমা, অনুতাপ আর মানুষের দ্বিতীয় জীবনের।
পুরো সিরিজ দেখে শেষ করো ❤️
কমেন্টে লিখে জানাও তোমার চোখে জল এসেছিল কি না।
#অনন্যা #TrueStory #মেয়েদেরলড়াই #DSPStory #ক্ষমারগল্প #Inspiration #BengaliShortFilm #ViralStory
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: