টাকার জন্য বাবা আমাকে বিক্রি করে দেয় । আমাকে প্রতিদিন ৩/৪ বার করত কান্না করলেও ছাড়ত না । জীবন গল্প
Автор: যাহা বলিব সত্য বলিব
Загружено: 2026-01-20
Просмотров: 1878
টাকার জন্য বাবা আমাকে বিক্রি করে দেয় । আমাকে প্রতিদিন ৩/৪ বার করত কান্না করলেও ছাড়ত না । জীবন গল্প
আমার জন্ম হয়েছিল এমন এক ঘরে, যেখানে নিরাপত্তা থাকার কথা ছিল। কিন্তু ছোটবেলাতেই বুঝে গিয়েছিলাম—এই ঘরটা আমার জন্য আশ্রয় নয়। টাকার লোভে আমার নিজের বাবা আমাকে মানুষের হাতে তুলে দিয়েছিল। সেই মুহূর্ত থেকে আমার শৈশব শেষ হয়ে যায়।
প্রতিদিন আমাকে সহ্য করতে হতো অসহনীয় নির্যাতন। আমি কাঁদতাম, চিৎকার করতাম, তবুও কেউ শুনত না। আমার চোখের পানি কারও কাছে মূল্য পেত না। দিনের পর দিন, রাতের পর রাত—ভয় আর যন্ত্রণার মধ্যেই কাটত আমার সময়। আমি শুধু বাঁচতে চাইতাম, একটু নিরাপত্তা চাইতাম।
সবচেয়ে কষ্টের ছিল এই সত্যটা—যার কাছে সবচেয়ে বেশি ভরসা থাকার কথা, সেই মানুষটাই আমাকে বিক্রি করে দিয়েছিল। তখন মনে হতো, আমি বুঝি মানুষই নই, আমি বুঝি কোনো জিনিস।
কিন্তু সময় থেমে থাকে না। অসংখ্য আঘাত, অপমান আর ভয়ের ভেতর দিয়েও আমার ভেতরে কোথাও একটা শক্তি জমে উঠছিল। আমি টিকে ছিলাম। শুধু টিকে থাকা নয়—আমি ধীরে ধীরে বুঝতে শিখলাম, দোষটা আমার নয়। কোনো শিশুর জীবন এমন হওয়ার কথা নয়।
আজ আমি কথা বলি—কারণ আমার নীরবতা অনেকদিন ধরে আমাকে মেরেছে। আজ আমি চাই, আমার গল্পটা অন্যদের শক্তি দিক। যারা এখনো ভয় আর নির্যাতনের ভেতরে আটকে আছে, তারা যেন জানে—তারা একা নয়।
আমার জীবন শুরু হয়েছিল অন্ধকার দিয়ে, কিন্তু আমি বিশ্বাস করি—শেষটা আমি নিজেই লিখব। আলো দিয়ে, সাহস দিয়ে, সত্য দিয়ে।
#জীবনগল্প #বাস্তবগল্প #হৃদয়ছোঁয়াগল্প #কষ্টেরজীবন #সত্যঘটনা #আবেগীগল্প
#মানবিকগল্প #নীরবকান্না #নির্যাতনেরগল্প #শিশুনির্যাতন #নারীরজীবন #জীবনসংগ্রাম
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: