ফরিদপুরের কল্যাণপুর ও গোপালপুর চরের মানুষের গল্প। Gopalpur And Kallyanpu Island Of Faridpur
Автор: Munshi Anayet
Загружено: 2025-07-23
Просмотров: 74550
বর্ষায় পদ্মার পানি বেড়ে গেলে মাঠের সমস্ত সাপ উঠে আসে এই জনপদে।রাসেলস ভাইপারসহ বিষধর সাপের ভয়ে বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে গোপালপুর চরের মানুষ, সাপের আতঙ্কে জমিতেই নষ্ট হয় ফসল।
হাতিঘাটা পাটগ্রাম গঙ্গাগরদী ও সেলিমপুর চরের অসংখ্য ভিটেহারা মানুষের আশ্রয়স্থল এই জনপদ।
পদ্মার কড়াল গ্রাসে সহায়সম্বলহীন মানুষেরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে এখানে।
নদীর তীব্র ভাঙনে গুটিয়ে আনা মসজিদ পর্যন্ত পুনরায় স্থাপন করতে পারেনি তারা।
তালগাছ না থাকায় এই জনপদের বাবুই পাখিরা মেহগনি ,বড়ই , আকাশমনি ও শিশু গাছে আশ্রয় নিয়েছে। প্রকৃতির বিরুপ পরিবর্তনের ফলে মানুষের মতই অভিযোজন করে বেঁচে আছে এই চরের পাখিরা।
প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই জনপদে আসলে দেখা হবে নানা গ্রামীণ অনুসঙ্গের। গরুর পাল নিয়ে মাঠে ছুটে যাওয়া। জেলেদের নৌকা নিয়ে মাছ ধরাসহ অসংখ্য নৈসর্গিক পরিবেশ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: