Tamilnadu Tour Plan Part 2 | Mahabalipuram Shore Temple চেন্নাই থেকে মহাবলিপুরম যাত্রা ও ভ্রমণ তথ্য
Автор: PINTU CHITRAKAR
Загружено: 2025-07-18
Просмотров: 807
Tamilnadu Tour Plan Part 2 | Mahabalipuram Shore Temple চেন্নাই থেকে মহাবলিপুরম যাত্রা ও ভ্রমণ তথ্য
৭ই জুলাই সকালবেলায় তামিলনাড়ুর রাজধানী চেন্নাই সেন্ট্রাল রেলস্টেশনে পৌঁছানোর পরে আমরা সকালবেলায় চেন্নাই রেল স্টেশনের ওয়েটিং রুমে fresh হয়ে যাই।
চেন্নাই রেল স্টেশনের তিন নম্বর প্লাটফরম্ এর সোজাসুজি দোকানগুলোতে 50 টাকার ইডলি ও বরা খেয়ে, আমরা অটো করে পৌঁছে যাই Koembadu বাস স্ট্যান্ড। অটো ভাড়া ৫ জনের জন্য ৩০০ টাকা।
Koyembadu বাসস্ট্যান্ডে পৌঁছে, ওখান থেকে SETC AC বাসে মহাবলীপুরমের উদ্দেশ্যে রওনা দিলাম।
বাস ভাড়া পরল ১০০ টাকা।
বাস আমাদেরকে হাইওয়ে অর্থাৎ মহাবলীপুরম বাইপাসে নামিয়ে দিল।
মহাবলীপুরম বাইপাস থেকে আমরা একটা অটো রিয়ার্ড করলাম, ছয় জনের জন্য ৬৫০ টাকায় চুক্তি হলো। এতে অবস্থা চাপাচাপি করে বসতে হয়। আপনারা পরিবারের চারজন সদস্য স্বাচ্ছন্দে বসতে পারবেন ভাড়া পড়বে মোটামুটি ৫০০ টাকা।
পরপর আমরা এই মন্দির গুলো দেখে নিয়েছিলাম।
১. Shore Temple
২. Five Ratha Temple
৩. মহিষাসুরমর্দিনী মন্দির
৪. কৃষ্ণ মন্ডপ
৫. Arjuna Penance
৬. Krishna Butter Ball
উপরোক্ত মন্দির গুলো দেখার পরে, আমরা আদায়র আনন্দ ভবনে মধ্যাহ্নভোজন সারি।
এখানে থালির মূল্য 179 টাকা।
মধ্যাহ্নভোজন সম্পূর্ণর পরে আমাদের অটোওয়ালা দাদা আমাদেরকে, মহাবলীপুরম বাইপাসে নামিয়ে দেন।
বিকেলবেলা আমরা বাইপাস থেকে পন্ডিচেরি যাওয়ার জন্য AC বাস পেয়ে যাই। বাস ভাড়া 125 টাকা।
#chennai #chennai #chennaitrain
#chennaimail #chennairain
#tamilnadu #tntourism
#chennaivlogs
#chennaivlog
#railvlog #railvlogs
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: