বিষাদ সিন্ধু (Bishad Sindhu) | New Bangla Metal Song 2025 | Official song
Автор: MusicStation
Загружено: 2025-12-15
Просмотров: 581
Presenting "Bishad Sindhu" (বিষাদ সিন্ধু), a brand new Bangla romantic metal ballad for all the broken hearts out there. Immerse yourself in the ocean of sorrow with powerful lyrics and heavy melodic tunes.
Song Title: Bishad Sindhu (বিষাদ সিন্ধু)
অন্ধকার ঘরে, শুধু তোমারই ছায়া
স্মৃতির দেয়ালে আঁকা মিথ্যে মায়া
নিভে গেছে সব আলো, নিভে গেছে চাঁদ
বুকে জমে আছে শুধু একরত্তি বিষাদ
তুমি নেই বলে আজ সময় থমকে
বুকের ভেতরটা ওঠে অকারণে চমকে
চিৎকার করে ডাকি, মহাকাশ ফুঁড়ে
তুমি কি আছো বহুদূরে?
আমার এই গান কি পৌঁছায় না কানে?
রক্তক্ষরণ শুধু এই অবুঝ প্রানে
ফিরে এসো তুমি, ওগো নিঠুর প্রিয়া
পুড়িয়ে দিয়ে যাও আমার এই হিয়া
আগুন হয়ে ঝরুক আজ আকাশের তারা
তোমায় ছাড়া আমি যে দিশেহারা
ভালোবাসা যদি হয় অপরাধ, তবে—
যাবজ্জীবন কারাদণ্ড হোক এই ভবে
লোহার শিকল ছিঁড়ে বেরিয়েছি পথে
খুঁজে ফিরি তোমায় আমি মরণের রথে
পাথরের মতো ওই হৃদয়ে তোমার
লিখে দেবো নাম আমি রক্তে আমার
জানি তুমি শুনবে না, জানি তুমি আসবে না
তবুও এ মন তোমায় ছাড়ে না
ফিরে এসো তুমি, ওগো নিঠুর প্রিয়া
পুড়িয়ে দিয়ে যাও আমার এই হিয়া
আগুন হয়ে ঝরুক আজ আকাশের তারা
তোমায় ছাড়া আমি যে দিশেহারা
যদি কভু দেখা হয়, পরপারে গিয়ে
সেদিন কি দেখবে আমায়, একটু ফিরে?
নাকি সেদিনও থাকবে তুমি অচেনা?
বলো না... ওগো বলো না...
ফিরে এসো তুমি, ওগো নিঠুর প্রিয়া
পুড়িয়ে দিয়ে যাও আমার এই হিয়া
আগুন হয়ে ঝরুক আজ আকাশের তারা
তোমায় ছাড়া আমি যে দিশেহারা
বিষাদ সিন্ধুতে ডুবে যাই আমি...
তুমি ভালো থেকো...
ভালো থেকো...
About the Song:
This song is a tribute to the golden era of Bangladeshi Band Music. If you love bands like Artcell, Warfaze, or Aurthohin, this melodic metal track is for you.
#BishadSindhu #BanglaMetal #NewBanglaSong2025 #SadRock #BangladeshiBand
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: