ভানুসিংহের পদাবলী...//..পাঠভবনের নিবেদন...//.. গান-সজনী সজনী রাধীকা ও আজো সখী মুহু মুহু..
Автор: Dibyoshree and Dishari
Загружено: 2025-12-04
Просмотров: 211
গত ৪ই ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ ভবনে পাঠভবনের নিবেদন ভানুসিংহের পদাবলী।।
পরিচালনায়--শর্মিষ্ঠা মুখোপাধ্যায়
গান--সাজনি সজনি রাধিকা দেখ আবহু্ঁ চাহিয়া
মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া ॥
পিনহ ঝটিত কুসুমহার, পিনহ নীল আঙিয়া।
সুন্দরি সিন্দুর দেকে সীথিঁ করহ রাঙিয়ি
সহচরি সব নাচ নাচ মিলন গীত গাহরে
চঞ্চল মঞ্জীররাব কুঞ্জগগন ছাও রে॥
সজনি, অব উজার' মঁদির কনকদীপ জ্বালীয়া
সুরভি করহ কুঞ্জভবন, গন্ধসলিল ঢালিয়া ॥
মল্লিকা চমেলি বেলি কুসুম তুলসী বালিকা
গাঁথ যূথি, গাঁথ জাতি, গাঁথ বকুলমালিকা ;
তৃষিতনয়ন ভানুসিংহকুঞ্জপথম চাহিয়াঃ
মৃদুল গমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া ॥
গান--আজু, সখি, মুহু মুহু গাহে পিক কুহু কুহু,
কুঞ্জবনে দুহু দুহু দোঁহার পানে চায়।
যুবনমদবিলসিত পুলকে হিয়া উলসিত,
অবশ তনু অলসিত মুরছি জনু যায়।
আজু মধু চাঁদনী প্রাণ-উনমাদনী,
শিথিল সব বাঁধনী, শিথিল ভই লাজ।
বচন মৃদু মরমর, কাঁপে রিঝ থরথর,
শিহরে তনু জরজর কুসুমবনমাঝ।
মলয় মৃদু কলয়িছে, চরণ নহি চলয়িছে,
বচন মুহু খলয়িছে, অঞ্চল লুটায়।
আধফুট শতদল বায়ুভরে টলমল
আঁখি জনু ঢলঢল চাহিতে নাহি চায়।
অলকে ফুল কাঁপয়ি কপোলে পড়ে ঝাঁপয়ি
মধু অনলে তাপয়ি খসয়ি পড়ু পায়,
ঝরই শিরে ফুলদল, যমুনা বহে কলকল,
হাসে শশি ঢলঢলঃ ভানু মরি যায়
আশাকরি নিবেদন সবার পছন্দ হবে ।।
#viral video
#pathabhavan visva bharati
#viralvideos
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: