নতুন মিউটেশন আপডেট 2.1 এ খতিয়ান এখন অটোমেটিক অনুমোদন ও সমন্বয়ে নাগরিক আইডিতে যুক্ত হচ্ছে ।
Автор: CREATIVE MAHADI
Загружено: 2025-12-09
Просмотров: 2384
নতুন মিউটেশন আপডেট 2.1 এ খতিয়ান এখন অটোমেটিক অনুমোদন ও সমন্বয়ে নাগরিক আইডিতে যুক্ত হচ্ছে ।
নতুন মিউটেশন আপডেট 2.1 ভূমি ব্যবস্থাপনায় এনেছে প্রযুক্তির এক নতুন অগ্রগতি। এখন থেকে খতিয়ান স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি অনুমোদন এবং সমন্বয় (Adjustment) হয়ে সংশ্লিষ্ট নাগরিকের নাগরিক আইডিতে অটো-অ্যাড হয়ে যাচ্ছে। ফলে আর আলাদা করে খতিয়ান অনুমোদনের জন্য অপেক্ষা করতে হচ্ছে না। এই আপডেট ভূমি সেবা আরও দ্রুত, নির্ভুল ও ঝামেলাহীন করে তুলেছে। নাগরিকরা এখন খুব সহজেই নিজের মালিকানার তথ্য দেখতে পারবেন একক নাগরিক আইডির মাধ্যমে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: