Shyamal Mitra - O Shimul Bon Dao Rangiye Mon
Автор: তন্ময়
Загружено: 2009-04-27
Просмотров: 91254
Shyamal Mitra - O Shimul Bon Dao Rangiye Mon
ও শিমুল বন দাও রাঙিয়ে মন।
কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক।
মধুর লোভে ভীড় জমালো মৌ পিয়াসী অলির ঝাক।।
কামরাঙা বউ মুখ ঢাকে লাল চেলিতে
চোখ গেল দেয় না তারে চোখ মেলিতে।
দেসনি গো লাজ তারে দোহাই কথা রাখ।
আজ সে দোসর খোঁজে ঘোমটা করে ফাঁক
ও তাই ঘোমটা করে ফাঁক।।
আজকে আমার মন হারাবার এলো কিসের লগ্ন গো
কিসের সাড়ায় কার ইশারায় স্বপ্নে আছি মগ্ন গো।
বউ কথা কও ঐ তো বাজায় শাক।
আবেশে করে শুধু হৃদয় ভরে থাক
হেসে প্রহর বয়ে যাক
কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক।।
sorry for the audio quality.. :-(
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: