Kolkata Metiabruz Haat|কলকাতায় একদম সস্তায় জিন্স শার্ট|Jence T-shirt Wholesale Market|
Автор: Marketwala Tubai
Загружено: 2026-01-19
Просмотров: 4181
Kolkata Metiabruz Haat|কলকাতায় একদম সস্তায় জিন্স শার্ট|Jence T-shirt Wholesale Market|
মেটিয়াবুরুজ হাট ওয়েস্ট বেঙ্গলে অন্যতম বড় এবং বিখ্যাত একটি গার্মেন্টস এর হাট। এই হাটে সমস্ত রকম গার্মেন্টস শার্ট থেকে টি-শার্ট জিন্স সব রকমের গার্মেন্টসই পাওয়া যায়, অত্যন্ত কম দামে। এই হাটে মূলত পাইকারি দামে গার্মেন্টস পাওয়া যায়। হাওড়া কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার গার্মেন্টস ব্যবসায়ীরা এই মেটিয়াবুরুজ হাট থেকে গার্মেন্টস পাইকারি দামে কিনে নিয়ে গিয়ে ব্যবসা করে থাকে। এটি মূলত পাইকারি মার্কেট হওয়ার ফলে এখানে রিটেল হিসেবে খুব কমই বিক্রি হয়। এই হাটে ট্রান্সপোর্ট ব্যবস্থা খুব ভালো হওয়ায় খুব সহজেই এই হাট থেকে মাল কিনে নিয়ে যাওয়া যায়। এই মেটিয়াবুরুজ হাট বসে মূলত সপ্তাহে দুদিন শনিবার ও রবিবার ভোর চারটে থেকে শুরু হয়ে যায় এবং চলে বিকাল তিনটে পর্যন্ত। এই হাটে আসতে গেলে হাওড়া থেকে আসা যায় হাওড়া থেকে 123 নম্বর মিনিবাসে করে এসে মেটিয়াবুরুজ থানা বাসস্টপেজ নেমে সেখান থেকে দশ টাকার অটো ভাড়া দিয়ে এই হাটে পৌঁছে যাওয়া যায় এছাড়াও ট্রেন এ করে করে আসতে গেলে শিয়ালদা থেকে বজবজ লাইনের লোকাল ট্রেন ধরে এই সন্তোষপুর রেল স্টেশনে নেমে সেখান থেকে অটো করে চলে আসা যায় এই হাটে।
আমার নাম দেবব্রত বেরা, আমি বিভিন্ন হাট মার্কেট ও বিভিন্ন দোকানের ভিডিও করে থাকি।
যোগাযোগ নাম্বার -6290523778
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: