Скачать
মহাসমারোহে পটুয়াখালীতে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী শ্যামা পূজা ও শ্মশান দ্বীপাবলী। South BD News 24
Автор: South BD News 24
Загружено: 2025-10-20
Просмотров: 31
Описание:
মহাসমারোহে পটুয়াখালীতে শ্রী শ্রী শ্যামা পূজা ও শ্মশান দীপাবলি অনুষ্ঠিত হচ্ছে। সোমবার দুপুরে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয় শ্যামা পূজার মূল অনুষ্ঠানিকতা। সন্ধ্যয় হবে চক্ষুদান, দেবিস্নান পরে ভোররাত পর্যন্ত প্রহরে প্রহরে ষোড়শপচারে করা হবে দেবীর আরাধনা। এসময় দেবীকে তুষ্ট করতে করা হবে বলিদান। সন্ধ্যায় সনাতনীদের ঘরে ঘরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে করা হয়েছে দ্বীপযাত্রা। এর আগে গতকাল সন্ধ্যায় পটুয়াখালী মহা শ্মশানে পালিত হয়েছে শ্মশান দীপাবলি উৎসব। পরিবারের মৃতব্যাক্তির আত্মার সদগতি ও শান্তি কামনায় প্রার্থনা ও ধুপ দ্বীপ প্রজ্জলন করেছেন সনাতনীরা। রাতে অনুষ্ঠিত হয় শ্মশান কালী পুজো।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: