শেষবেলায় (দ্বিতীয় পর্ব)-@AudioHut । কলমে : অনিন্দিতা মুখার্জ্জী ।
Автор: Audio Hut
Загружено: 2025-03-02
Просмотров: 8785
🌼আগের পর্বে আপনারা শুনেছেন :
অলস দুপুরে বসে বসে একটা বইয়ের পাতা উল্টাচ্ছিল সম্বিত। সেসময়ই ওর বোন লিপি কন্ঠস্বর পাল্টে ফোন করে আমাদের নায়িকা তিথির ফোন থেকে। কিছুক্ষণ বাদে সেটা কনফেসও করে দেয়। দুজনের ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়। তারপর রাত গড়ানোর সাথে সাথে ওদের কথাও এগোতে থাকে ম্যাসেজে। গল্পের এক পর্যায়ে এসে নায়ক নায়িকাকে নিজের মনের কথা জানায়। কিন্তু নায়িকা না করে দেয় ; এক লহমায় তার কালো রূপকথার পৃথিবীটাকে স্বপ্নপুরী থেকে টেনে বাস্তব জগতে এনে আছরে ফেলে | কাঁপা হাতে দুরু দুরু বুকে একটা মেসেজ টাইপ করে নায়ককে।
_"যদি দশ বছর পর আবার মেসেজ করি ? পাবো তোমাকে ?"
শেষ বেলায় সূর্য যেমন সবচেয়ে সুন্দর দেখতে লাগে, এদের গল্পের শেষটাও তেমন সুন্দর । শুনতে থাকুন অনিন্দিতা মুখার্জ্জী'র কলমে - 'শেষবেলায়', অন্তিম পর্ব ।
🍁 শেষবেলায় (অন্তিম পর্ব)
- অনিন্দিতা মুখার্জ্জী @raaterjonakiaudiostory
🍁 গল্পপাঠ - ব্রতদীপ
🍁 সম্বিত – দেবনীল
🍁 লিপি - বর্ণিশা
🍁 তিথি – অধ্যায় @adhyaysaha
🍁 সম্বিতের মা - মহুয়া
🍁 লিপির মা – মহুয়া
🍁 অনিক – নীল
🍁 মামা – দিব্যেন্দু
🍁 পাড়ার কাকিমা - মধুরা
🍁 প্রচ্ছদ অলংকরণ - শায়েরী @AudioHut
🍁 এপিসোড ডিরেকশন - দেবনীল
🍁 শব্দগ্রহন ও স্পেশাল এফেক্ট - দেবনীল
🍁 বিশেষ সহযোগিতা - সঙ্গীতা কর্মকার ও অদিতি সিংহ @AudioHut
📍'রাতের জোনাকি' নামে লেখিকার একটি অডিও স্টোরি চ্যানেল আছে । লিংক দেওয়া রইল : @raaterjonakiaudiostory
💬 Contact Me : debnil_official_98 ( Instagram_id )
📜একটি বিশেষ ঘোষণা । আপনি যদি চান আপনার লেখা গল্প আমাদের চ্যানেলে হোক, তাহলে ডক ফরম্যাটে পাঠিয়ে দিন এই ঠিকানায় -
debnildas1998@gmail.com
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: