মহামায়ার ভয়ংকর জাগ্রত প্রাচীন এক সিদ্ধ পীঠের আশ্চর্য কাহিনী
Автор: 𝗕𝗼𝗻𝗴𝗼𝗱𝘂𝘁 𝗗𝗼𝗰𝗸 -𝗧𝘃
Загружено: 2025-12-18
Просмотров: 6552
পশ্চিম মেদিনীপুরের কর্নগড়ে প্রায় হাজার বছরের প্রাচীন এক মন্দিরে অবস্থান করছেন মা মহামায়া। যিনি ১০ মহাবিদ্যার অন্যতম অষ্টম রূপ মা বগলা দেবী নামে পরিচিত।
সাথে রয়েছেন এই মন্দিরের অলৌকিক ক্ষমতা সম্পন্ন গুরুদেব শ্রী রঘু বাবা। আর রয়েছে উড়িষ্যার রেখ দেউল নির্মাণশৈলীতে গঠিত বিশাল এক শিব মন্দির যে মন্দিরে অধিষ্ঠান করছেন বাবা দন্ডেশ্বর মহাদেব।
রয়েছে জাগ্রত যজ্ঞকুণ্ড, হাঁড়ি কাষ্ঠ, রোধির পাত্র , যোগমায়ার মন্দির, মহাবীর হনুমানজির মন্দির ইত্যাদি।
আর সর্বোপরি রয়েছে এই কর্ণগড়ের রানী শিরোমনির অপরাজয় এক কাহিনী। যে কাহিনী বাংলার ভয়ংকর চুয়াড় বিদ্রোহের সাথে যুক্ত। ইতিহাস অনুযায়ী ব্রিটিশদের হাতে প্রথম রাজনৈতিক বন্দি মহিলা ছিলেন এই রানী শিরোমণি যাঁকে বলা হয় মেদিনীপুরের রানী লক্ষ্মীবাঈ।
মন্দিরে যাওয়ার ঠিকানা :- হাওড়া থেকে প্রথমে চলে আসতে হবে মেদিনীপুর স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে ধরে চলে আসতে হবে LIC র মোড়। ওখান থেকে অটো ধরে চলে আসতে হবে ভাদুতলা। এরপর ভাদুতলা থেকে পুনরায় অটো বা টোটো নিয়ে আপনি সোজা চলে আসতে পারবেন মহামায়ার মন্দিরে।
bongodut dock tv,বাংলার জাগ্রত সিদ্ধ পীঠ,মহামায়ার মন্দির,দশ মহাবিদ্যার মন্দির,ভয়ংকর কালী মন্দিরের কাহিনী,মা বগলা দেবীর মন্দির,তন্ত্র মন্ত্র কালা জাদু,মেদিনীপুরের দর্শনীয় স্থান,one day tour near Kolkata,কালী সাধক রঘুবাবা,ভারতের রহস্যময় মন্দিরের কাহিনী,history of Shakti peeth,story of maa Kali,51 Sati peeth,৫১ সতী পিঠের কাহিনী,মা তারার মন্দির,দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: