Samir Hafiz: সে তুমি (Shey Tumi)
Автор: Samir Hafiz
Загружено: 2025-03-29
Просмотров: 4048
Shey Tumi
Written and composed by: Samir Hafiz
Performed by: Samir Hafiz and Ismat Ara
Audio production: Holy Lane Studios (Samir Hafiz)
Record Label: Loyy Records
Dedicated to my wife Ismat Ara Mumu
Lyrics:
Mumu:
তুমি আমার জীবন স্রোতের গান
গভীর তরঙ্গে
রন্ধে রন্ধে মেশে উদ্ভাসিত প্রাণ
পাশে দাড়িয়ে হাসিমুখে
রোজ একটু বেশি ভালোবেসে
তোমার মাঝেই জেগে উঠি আমি
অনন্ত রঙ্গিনী
Samir:
শত ভীড়ের মাঝে থেকে
আমি আমায় জুড়ে দিতে চাই
তোমারি সাথে
তোমার জন্যে সব বাধা পেরিয়ে
জেগে উঠেছি নিজের গহীনে
এসেছি বেড়িয়ে
আকষ্মাৎকে হ্যাঁ বলেছি আমরা দুজনে
যেই গান গেয়েছি একসাথে
সমম্বয়পূর্ণের তুমি সেই সঙ্গিনী
মন রাঙ্গানো রঙ্গিনী
যেই সুর বেঁধেছি একসাথে
হাত ধরার জন্যে দাঁড়িয়েছি যার পাশে
যাকে শুধু ভালোবেসে
এসো রঙের স্রোতে রাঙাই জীবনটাকে
নীল সবুজের মাঝে তলিয়ে
ভেসে যাই গভীরে
আজীবন প্রহর গুনেছি যার অপেক্ষায়
আলিঙ্গন হলো যার পরম সুখের মায়ায়
যেই শান্তির ছোয়া দেয় বাঁচার স্পৃহাকে
যেই গান গেয়েছি একসাথে
সমম্বয়পূর্ণের তুমি সেই সঙ্গিনী
মন রাঙ্গানো রঙ্গিনী
যেই সুর বেঁধেছি একসাথে
হাত ধরার জন্যে দাঁড়িয়েছি যার পাশে
যাকে শুধু ভালোবেসে
সে ই তুমি
All rights reserved by Samir Hafiz
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: