বাংলার বাদ্যযন্ত্র | Musical Instruments of Bengal পুরান ঢাকা
Автор: CHANNEL ONAIR
Загружено: 2021-12-02
Просмотров: 4613
Musical Instruments of Bengal .শাঁখারি বাজার ও আশেপাশের এলাকায় বাদ্যযন্ত্র প্রস্তুত এবং বিক্রির ঐতিহ্যের বয়স প্রায় দুইশত বছরের। যতীন এন্ড কোং এখানকার পুরানো দোকানগুলোর অন্যতম। পুরানো নতুন মিলিয়ে এখন প্রায় ২০ বাদ্যযন্ত্রের দোকান রয়েছে , যারা নিজেরাই দেশী নানা বাদ্যযন্ত্র প্রস্তুত করে থাকেন। সতীশ, সুরসাগর, সুধা, নিউ শিল্পী নিকেতন, অংকুর, লোকনাথ, কনা মিউজিক, সুর শিল্পী, শ্রীকৃষ্ণ মিউজিক্যাল হাউস, নন্দী এন্ড কোং, নিল এন্ড ব্রাদার্স, ঝর্ণা মিউজিক্যাল হাউস, তেমনি কিছু প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো বেশীরভাগ দেশী বাদ্যযন্ত্র প্রস্তুত করেন। কোন এক সময় সংগীতচর্চা ও আয়োজনের বড় অংশ জুড়ে থাকতো বিভিন্ন দেশী বাদ্যযন্ত্র। কালের বিবর্তনে ডিজিটাল সংস্কৃতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে হারিয়ে যাচ্ছে অতীতের অনেক দেশী বাদ্যযন্ত্র। সংগীতে লেগেছে পাশ্চাত্যের ছোয়া। তাই এক সময় যাদের সংগীতে হাতেখড়ি হয়েছিলো হারমোনিয়াম কিংবা তবলায় , তাদের উত্তরসূরিরা বেছে নিচ্ছেন গিটার কিংবা কিবোর্ড। তাহলে কি দেশী বাদ্যযন্ত্র বিলুপ্তির পথে ? দেশী বাদ্যযন্ত্র তৈরী মেরামত ও বিক্রির সবচেয়ে বড় জায়গা বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারিবাজার । দেশী বাদ্যযন্ত্র যেমন ঢোলক , তবলা , দোতারা , নাল , মেন্ডলীন, সারিন্দা , ভায়লীন জিপসী , খোল , এস্রাজ, তানপুরা, সেতার, বেহালা, বাঁশি , মৃদঈ, ইত্যাদি। দর্শক আমাদের ভিডিও টি ভালো লাগলে চ্যানেল অনইয়ার টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ক্যারায় - জুটন মন্ডল জয় । সার্বিক সহযোগীতায় - রতন ভট্টাচার্য্য । এডিটিং - স্যামরন ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: