ভিলনিয়াস বিশ্ববিদ্যালয়।লিথুয়ানিয়া।।University of Vilnius, Lithuania
Автор: AV CUE
Загружено: 2025-07-14
Просмотров: 34
ভিলনিয়াস বিশ্ববিদ্যালয়:
*********************
রাজধানী কেন্দ্রে প্রেসিডেন্ট ভবনের ঠিক পাশেই ভিলনিয়াস বিশ্ববিদ্যালয় পূর্ব ইউরোপের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। লিথুয়ানিয়ান ভাষা সাহিত্য, ইতিহাস এবং গণিত ও জ্যোতির্বিজ্ঞান জগতে অসংখ্য গবেষণার সূত্রপাত এখানেই।
বিশ্ববিদ্যালয়ের মূল প্রাঙ্গণটি মধ্যযুগীয় আর্কিটেকচারের অনুপম নিদর্শন, যার মধ্যে রয়েছে বারোক ও গোথিক শৈলীর সম্মিলন।
বাংলাদেশসহ বিদেশের প্রায় ৭০০০ শিক্ষার্থী প্রতি বছর এখানে পড়াশোনা করতে আসে। লিথুয়ানিয়ার বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চালু রেখেছে বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম ।
আমি অবশ্য ভাবছিলাম অন্য কথা। এখানে প্রেসিডেন্ট ভবনের প্রহরায় পুলিশ বা কোনো অস্ত্রধারী বাহিনি নেই। বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী যদি কোনো কারণে ক্ষিপ্ত হয়ে একটা করে ঢিল ছুঁড়ে দেয় তাহলে রাষ্ট্রপতি মহোদয়ের কী হবে!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: