Hridoye Gethe Rekhechi (হৃদয়ে গেঁথে রেখেছি) || মাকসুদুল হক || অ(X)প্রাপ্ত বয়স্কের নিষিদ্ধ
Автор: GlobalBauliana
Загружено: 2022-06-03
Просмотров: 550
হৃদয়ে গেঁথে রেখেছি
অ্যালবামঃ অ(X)প্রাপ্ত বয়স্কের নিষিদ্ধ
তোমার ঐ নিটোল অধরে
যে হাসি আমি দেখেছি
পারি কী তা ভুলে যেতে ?
হৃদয়ে গেঁথে রেখেছি
মিতালী হাওয়া বলে গানে গানে
বসন্ত এলো বলে, হৃদয়ে গেঁথে রেখেছি।
আমার বির্বণ ধূসর ভুবন
ভোরের স্নিগ্ধতা পেল তোমায় দেখে
তাইযে আমি হৃদয় হারিয়ে
তোমার হৃদয় খুজেঁছি
হৃদয়ে গেঁথে রেখেছি
আমার হৃদয় অনলে ভাঙ্গনের ঝড় উঠেছে
ঝড়ের দোলায় আমি
শুধু তোমায় চেয়েছি
ছুটে যেতে চাই তোমার কাছে
নীরবতায় সুখের ছন্দ জাগাতে
মিতালী হাওয়া বলে কানে কানে
বসন্ত এলো বলে, হৃদয়ে গেঁথে রেখেছি!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: