স্ত্রী কর্তৃক মিথ্যা যৌতুক মামলায় কিভাবে জিতবেন? স্ত্রীকে কিভাবে শাস্তি দেবেন? Counter case
Автор: LAW TIPS BD
Загружено: 2025-06-28
Просмотров: 4172
#law_tips_bd #dowery #dower #falsecase #divorce #criminal_case
মোবাইল ফোনের মাধ্যমে আইনি পরামর্শ পেতে ০১৭১৬-৮৫৬৭২৮ নম্বরে ৫১০ টাকা বিকাশ করে পরামর্শ নিতে পারবেন। সরাসরি সাক্ষাৎ করে আইনী পরামর্শ নিতে চাইলে ০১৭১৬-৮৫৬৭২৮ নম্বরে ১৫৩০ টাকা বিকাশ করে সাক্ষাতের সময়সূচি জেনে নিয়ে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র (যদি থাকে) নিয়ে চেম্বারে আসতে হবে। ঠিকানা: ব্যারিষ্টার দোলন এন্ড এ্যাসোসিয়েটস, প্রেস্টিজ হোমস (১ম তলা), চিটাগাং হোটেলের সামনে, সেগুনবাগিচা, ঢাকা। অথবা প্রামাণিক ল’ চেম্বার, জজ কোর্ট চত্ত্বর, কুষ্টিয়া। This Channel does not promote and encourage any illegal content, illegal activities. The aim and objects of this channel is to create a law-conscious population.
স্ত্রীকে তালাক দিয়েছেন। স্ত্রী তালাকের নোটিশ প্রাপ্তির পর আপনার ও আপনার পরিবারেকে শায়েস্তা করার জন্য তালাকের বিষয় গোপন করে থানা কিংবা কোর্টে মিথ্যা যৌতুকের মামলা দায়ের করেছেন। ভাবছেন কি করবেন। নো টেনশন। মিথ্যা যৌতুক মামলায় কিন্তু শাস্তি দেয়া যায় না। তালাক আপনার রক্ষাকবচ হিসেবে কাজ করবেন।আপনিও পাল্টা কেস কওে গায়েল করতে পারেন। এ বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি-। আপনি শুরুতেই মিথ্যা মামলার কপিটি সংগ্রহের চেষ্টা করুন। যদি এমন হয় যে, আপনি জানতে পারলেন না আর হঠাৎ পুলিশ এসে আপনাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল, তাহলে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে আদালতে পাঠিয়ে দেবে। তখন আপনার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করুন। যদি তালাকের কাগজপত্র ও সাক্ষ্যপ্রমাণ ঠিক থাকে, তাহলে মিথ্যা মামলা থেকে জামিন পাবেন। আর মামলাটি যদি থানায় হয়, তাহলে তদন্তকারী কর্মকর্তার কাছে তালাকের কপিসহ মিথ্যা মামলার প্রমাণাদি প্রদান করুন। আপনার বিরুদ্ধে অভিযোগটির সত্যতা না পেলে আপনাকে নির্দোষ দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন ফাইনাল রিপোর্ট আদালতে দাখিল করতে পারেন।
আর তদন্তকারী কর্মকর্তা যদি এ কাজটি না করে চার্জশীট দাখিল করেন, তাহলে আপনি বিচারিক আদালতে মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করতে পারেন। অব্যাহতির আবেদন কোন কারণে নাকচ হলে উচ্চ আদালতে প্রতিকার চাইতে পারেন। মনে রাখতে হবে যদি থানায় মামলা না হয়ে আদালতে সি.আর বা পিটিশন মামলা মামলা হয় তাহলে আদালত সমন দিতে পারেন কিংবা গ্রেফতারি পরোয়ানাও জারি করতে পারেন। এ ক্ষেত্রেও আদালতে একজন ভাল আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারেন। ক্ষেত্র বিশেষে হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন নিতে পারেন। আর আপনার স্ত্রী কিংবা স্ত্রীর পরিবারের কেউ আপনাকে ক্ষতিসাধনের ইচ্ছায় মিথ্যা যৌতুকের মামলা করেন কিংবা মামলা করাতে সহায়তা করেন, তাহলে যিনি মিথ্যা মামলা করেছেন বা করতে সহযোগিতা করেছেন তারা কিন্তু প্রত্যেকে ৫ বছরের কারাদ- বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দ-ে দ-িত হবেন। তবে এ মামলাটি করতে হবে যখন আপনি মিথ্যা মামলার দায় থেকে বেকসুর খালাস পাবেন। তারপর আদালতে আবেদনের মাধ্যমে মামলাটি করতে হবে। যৌতুক নিরোধ আইন ৬ ধারায় মিথ্যা মামলায় শাস্তির বিষয় স্পষ্ট করে বলা আছে।
মনে রাখবেন যৌতুকের অভিযোগে যে কেবল স্ত্রীই মামলা করতে পারবেন, তা নয়, স্ত্রী যদি আপনার কাছে যৌতুক দাবি করেন, আপনিও স্ত্রীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করতে পারেন। এবার জেনে নিই তালাকের পর আপনার স্ত্রী যৌতুক মামলা করলে সে মামলার ফলাফল কি হবে। যৌতুকের অপরাধ প্রমাণ করতে হলে ঘটনার তারিখ থেকে এক বৎসর কাল সময়ের মধ্যে যৌতুকের কেস করতে হবে। উক্ত সময় অতিক্রান্তের পর মামলা রুজু করলে তা সম্পূর্ণ বেআইনী হবে এবং ফৌজদারী কার্যবিধির ৫৬১ (এ) ধারামতে বাতিল যোগ্য হবে। (১৬ বিএলডি, এডি, ১১৮)। সেকারণ তালাক প্রাপ্তির পর মামলা হলে বাদীপক্ষ থেকে মামলা প্রমাণ করা মুশকিল হয়ে পড়ে। মনে রাখবেন দ-বিধির ২১১ ধারা অনুযায়ী মিথ্যা মামলা করা একটি শাস্তিযোগ্য অপরাধ। আপনি নির্দোষ প্রমাণিত হলে মিথ্যা অভিযোগকারী বা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আপনি পাল্টা মামলা করতে পারেন। এছাড়া দ-বিধির ১৯১ ও ১৯৩ ধারায় মিথ্যা সাক্ষ্যদানের শাস্তির জন্য সর্বোচ্চ সাত বছর কারাদ-সহ অর্থদ-ের কথা উল্লেখ আছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১৭ ধারায়ও মিথ্যা মামলা দায়েওে ৭ বছরের শাস্তির কথা উল্লেখ আছে।
কাজেই তালাকের পর আপনি যদি মিথ্যা মামলার শিকার হয়েই যান, তাহলে আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা রেখে মামলাটি লড়ে যান। বিজয় আপনার অবশ্যাম্ভাবী। সন্মানীত--
You have divorced your wife. After receiving the divorce notice, your wife has filed a false dowry case in the police station or court, hiding the divorce matter to punish you and your family. Are you wondering what to do? No
tension.
• সহজে তালাক দেয়ার নিয়ম-কানুন।তালাক কিভাবে দ...
• মিথ্যা মামলাকারী স্ত্রীর বিরুদ্ধে মামলা ও ...
• চেক দিয়ে ফেসে গেলে কী করবেন।। চেকের মিথ্যা...
• জমি অবৈধ দখলের দিন শেষ! নতুন আইনে জেল জরিম...
• সহজে তালাক দেয়ার নিয়ম-কানুন।তালাক কিভাবে দ...
• Видео
• Видео
• জমি অবৈধ দখলের দিন শেষ! নতুন আইনে জেল জরিম...
• সহজে তালাক দেয়ার নিয়ম-কানুন।তালাক কিভাবে দ...
• মিথ্যা মামলাকারী স্ত্রীর বিরুদ্ধে মামলা ও ...
facebook: / seraj.pramanik.5
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: