আমায় ডেকে ডেকে ফিরে গেছে মা||রজনীকান্ত সেন||Amay Deke Deke Fire Geche Maa
Автор: Sanghamitra Kar Bangalore Mariani
Загружено: 2025-01-08
Просмотров: 204
আমায় ডেকে ডেকে ফিরে গেছে মা||রজনীকান্ত সেন||Amay Deke Deke Fire Geche Maa
গানের নাম ‘কোলে কর’।
১৯০৫ সালে প্রকাশিত ‘কল্যাণী’ কাব্যগ্রন্থে গানটি রয়েছে।
Lyrics:
আমায় ডেকে ডেকে ফিরে গেছে মা।
আমি শুনেও জবাব দিলাম না।।
এলো ব্যাকুল হয়ে, ‘আয় বাছা’ বলে,
‘বাছা তোর দুঃখ আর দেখতে নারি
আয় করি কোলে।
আয়রে মুছিয়ে দি’ তোর মলিন বদন
আয়রে ঘুচিয়ে দি’ তোর বেদনা’।।
আমি দেখলাম মায়ের দু’নয়নে নীর।
মায়ের স্নেহ গলে ঝর ঝর
বইছে স্তনে ক্ষীর।
‘আয়রে পিয়াই বাছা পিপাসিত’
বলে, হাত বাড়ায়ে পেলে না।।
এখন সন্ধ্যাবেলা মায়েরে খুঁজি,
আমায় না পেয়ে মা চলে গেছে
(আর) আসবে না বুঝি।
মাগো কোথা আছ, কোলে কর,
আমি আর লুকায়ে থাকব না।।
রজনীকান্ত সেন।
Disclaimer:
I followed this song from the youtube page of eminent Singler Mr Bishakh Dutta.
Link is given below:
• আমায় ডেকে ডেকে ফিরে গেছে মা - রজনীকান্ত সে...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: