৩০ সেকেন্ডে কিভাবে গাছে কলম করবেন
Автор: কৃষি দর্পণ বাংলা
Загружено: 2025-10-01
Просмотров: 87
🌱 কলম করার প্রধান ধাপ
১. উপকরণ প্রস্তুতি
ধারালো ছুরি/ব্লেড
পলিথিন ফিতা/টেপ
জীবাণুমুক্ত কাঁচি
স্বাস্থ্যকর ডাল বা কলম কাঠি
---
২. উপযুক্ত সময়
সাধারণত বসন্তকাল (ফাল্গুন-চৈত্র) অথবা বর্ষাকাল (আষাঢ়-শ্রাবণ) কলম করার সবচেয়ে ভালো সময়।
এ সময় গাছের রস চলাচল বেশি থাকে, ফলে কলম সহজে ধরে।
---
৩. করম/কলমের পদ্ধতি
ক) চোখ কলম (Budding)
মাটির কাছ থেকে ১৫-২০ সেমি উঁচুতে মূলগাছের কাণ্ডে টি (T) আকারে চির কাটতে হয়।
ভালো জাতের গাছ থেকে কুঁড়ি কেটে এনে সেই কাটার ভেতরে ঢুকিয়ে দিতে হয়।
এরপর পলিথিন দিয়ে শক্ত করে বেঁধে রাখতে হয়।
১৫-২০ দিনের মধ্যে কলম ধরা শুরু করবে।
---
খ) চেরা কলম (Cleft Grafting)
মূলগাছকে কেটে উপরে চেরা দিতে হয়।
ভালো জাতের ডালকে নিচের দিক থেকে ছুঁইয়ে V আকারে কেটে নিয়ে সেই চেরার ভেতরে ঢুকিয়ে দিতে হয়।
পলিথিন দিয়ে শক্তভাবে বেঁধে দিতে হয়।
১ মাসের মধ্যে ডাল জোড়া লেগে যাবে।
---
গ) সাইড কলম (Side Grafting)
মূলগাছের কাণ্ডে পাশ বরাবর হালকা চেরা দিতে হয়।
কলম ডালকে ছুঁইয়ে কেটে সেই চেরার মধ্যে ঢুকাতে হয়।
এরপর পলিথিন ফিতা দিয়ে বেঁধে রাখতে হয়।
---
৪. পরিচর্যা
কলমের অংশ শুকিয়ে না যায়, তাই পানি সেচ দিতে হবে।
অতিরিক্ত রোদ ও বৃষ্টির হাত থেকে রক্ষা করতে হবে।
কলম ধরে গেলে পলিথিন খুলে দিতে হবে।
মূলগাছ থেকে বের হওয়া অপ্রয়োজনীয় কুঁড়ি/ডাল কেটে ফেলতে হবে।
---
👉 সাধারণত আম, কাঁঠাল, লিচু, লেবু, আমড়া, পেয়ারা ইত্যাদি ফলগাছে করম/কলম বেশি করা হয়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: