ভারতের স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগ ও মহান বলিদানের বীরগাথা । কালবৈশাখী । Joyonti's Poetry Corner
Автор: এক টুকরো রদ্দুর-বৃষ্টি I Rain n Sunshine
Загружено: 2025-08-13
Просмотров: 148
আজ বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে লেখা কালবৈশাখীর একটি ব্যতিক্রমী কবিতা আপনাদের সামনে নিয়ে এসেছি । কবিতাটির নাম - তাঁহাদের কথা
আবৃত্তিকার জয়ন্তী ।
কবিতা
তাঁহাদের কথা by কালবৈশাখী
তাঁহাদের কথা আমাদের মনে আজও আছে গাঁথা,
স্বাধীনতার যুদ্ধে রক্ত ঝরেছে কত , সয়েছেন কত ব্যথা ।
ফাঁসির দড়ি গলায় পরে শহিদ ক্ষুদিরাম,
মাঠে ঘাটে জপে, লোক মুখে মুখে
ভারত মাতার গান ।
রণ দামামা বেজেছে ঐ,
গাঁয়ে শহরের মাঝে
দেশের যুবা আহ্বানে সবে
পূজা পার্বণ সাজে ।
চল্লেন আগে হুঙ্কার ছাড়ি
গানধীবুড়ি বাংলার বেটি,
ভারত ছাড়ো, ভারত ছাড়ো
আকাশে উঠিল রব ,
মাতঙিনীর শহীদ রক্তে
ভরল নদী-নালা,
পিচ্ছিল জনপদ ।
বন্দে মাতরম ধ্বনি শঙ্খ
বঙ্কিমের বাণী পূজার মন্ত্র,
ভারত পেল যুদ্ধ-ফেরত কবি বিদ্রোহী
নি:শ্বাসে বাতাসে বারুদে উত্তেজনা,
নতুনের স্বপ্ন ফেরিওয়ালা
পরাধীনতার লৌহ কপাট ভাঙ্গতে ,
সবুজের দল বাজাল ডঙ্কা ।
ভগৎ সিং র প্রিয় শিষ্য
বটুকেশবর ত্যাগে মর্ত্য,
ফাঁসীর আঙ্গিনায
আরেক হীরে কানহাইলাল দত্ত ।
দেশের জন্য লড়তে গিযে
বলিদানে গেল তাজা রক্ত,
ভুলে গেছি হায সেই তাজা প্রাণ
বাঘা যতীন যা়ঁর নাম ।
ব্রিটিশের সাথে সম্মুখ সমরে
অস্ত গিয়েছিল প্রাণ,
অনতিদূরে অনাদরে আজ বুরিবালামের পার।
ক্রন্দনে রত ভারতের মাতা
জাতির ভবিষ্যত ,
রথী মহারথীরা যে যাঁর ভিটে,
নিচ্ছেন রণ-শপথ
জীবন ত্যাগের অঙ্গীকার।
সময় গেল , সূর্য মধ্য গগনে উদিত ।
স্বাধীন ভারতের পতাকা উডল
প্রথম চট্টগ্রামে ,
অস্ত্রাগার লুণ্ঠনে গেরিলা যুদ্ধে
কম্পিত হল রাজাদেশ
নায়কের ন্যায় বন্দিত হল
মাস্টার সূর্য সেন,
ঘরে ঘরে চুপি
শুনল দেশবাসী
প্রীতিলতার দেশপ্রেম।
সোনার কন্যা কল্পনা আর বীণার জীবন মালা,
স্বদেশ প্রেমের ফল্গু ধারা
এঁদের ভুলব না মোরা ।
মনে পড়ে সেই
দু:সাহসী দুপুরের কথা ,
বিনয়-বাদল-দীনেশ
করেন রাইটার্স যাত্রা
দো তলায় উঠলেন হেঁটে ।
তাদের হাতে সিম্পসন হল নি:শেষ ।
বৃটিশ গোয়েন্দাদের চোখে দিযে ধূলো
রাসবিহারী পেরোলেন সাত সমুদ্র ,
জাপানে গোপনে যপে ভারত মুক্তির মন্ত্র ।
কিছু কাল পরে ,
এলেন নেতাজী সুভাষ চন্দ্র
মুখে স্বাধীনতার মন্ত্র,
দেশ মাতৃকার শৃঙ্খল মোচনে
ফিরলেন দেশে বিদেশে।
বৃটিশ চরেরা ওদিকে ছড়িয়েছে মরণ ফাঁদ
স্থলে জলে আকাশে ,
ছদ্মবেশে পারি দিলেন
জার্মান আর জাপানে ।
ভারতীয় সৈন্য বাহিনী আই এন এ বেড়ে উঠল গোকূলে ।
দেশপ্রেম হল তাঁর হৃদ-স্পন্দন।
যুদ্ধ হল, বিচার বসল লাল কেল্লায ধৃত পরাস্ত সেনার ।
ভারত পেল স্বাধীনতা
পেল না সুভাষকে আর ফিরে ।
যাঁদের রক্তে পেয়েছি আজ
আমরা স্বাধীনতা
স্মরণ করি, প্রণাম করি- ভুলব না তাঁহাদের কথা।
.........
স্বাধীনতা দিবস-আপামর ভারতবাসীর কাছে একটি উৎসব মুখর দিন । ২০০ বছরের পরাধীনতার গ্লানি কাটিয়ে যে সকল অসমসাহসী সংগ্রামীদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন তাঁদের কে জানাই অন্তরের শ্রদ্ধা ও প্রণাম ।
শ্রদ্ধা জানাই বাংলার সকল মণীষীদের যাঁরা স্বাধীনতা সংগ্রামে জড়িত ছিলেন নানাভাবে।
এই বাংলার মাটিতে যেমন ব্রিটিশ রাজত্বের সূচনা হয়েছিল - সিপাহী বিদ্রোহের মাধ্যমে এখান থেকেই স্বাধীনতা সংগ্রাম ও শুরু হয়েছিল ।
কালবৈশাখীর লেখা অন্য কবিতার আবৃত্তি লিঙ্ক নীচে রইল
ঐ কাল মেঘ টা 👉
• কবিতা:ঐ কালো মেঘ টা । লেখা: কালবৈশাখী । ব...
আমার ভারতবর্ষ 👉
• আমার ভারতবর্ষ ।লেখক:কালবৈশাখী। বাচিক শিল্প...
#বাংলাকবিতা #bengalipoetryRecitation #স্বাধীনতার_কবিতা
#ভারতের_স্বাধীনতা #joyonti
Recitation: Joyonti
Background Ambience : Joyonti Moitra & Goutam Moitra
Background Images & Sound Effect :
ChatGpt, wiki , pixabay, Internet archive and other copyright free resources .
Photos taken by us at Bagha Jatin Smriti Pitha at Chasakhand, Baleswar ( near the spot where encounter with British took place)
Welcome to my poetry recitation channel
এক টুকরো রদ্দুর-বৃষ্টি
এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ।
কিছু বিখ্যাত সাহিত্যিক ও আমার পরিবারের গুটি কয়েক লেখক/লেখিকার কবিতা গল্প ও জীবন স্মৃতির ভিডিও আমার এই চ্যানেলে এবং সহযোগী চ্যানেলে পাবেন ।
আবৃত্তিকার- জয়ন্তী ভট্টাচার্য্য মৈত্র 🙏
Elocutionist Joyonti Moitra
+++++++++++
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: