#20 Python Membership & Identity Operator(পাইথন মেম্বরশিপ ও আইডেন্টিটি অপারেটর পর্ব-২০)
Автор: 10 Minute Program
Загружено: 2024-08-15
Просмотров: 32
#20 Python Membership & Identity Operator(পাইথন মেম্বরশিপ ও আইডেন্টিটি অপারেটর পর্ব-২০) @mehrabmohul
📌 EP-20 (পর্ব-২০)
✂️ Shortlink: https://10mp.net/PRO102/20/
🎬Playlist: • মজায় মজায় পাইথন শিখি ✅
☎️ +880 1735 939436
🔥🔥 Linux Server Administration Pro Course 🔥🔥
🎯 LINUX - অপারেটিং সিস্টেম জুড়ে রয়েছে বিশ্বের ৭০% সার্ভার। LINUX একটি ফ্রি এবং এর High Security স্বভাবের জন্য এটি খুবি জনপ্রিয়।
📌 10 Minute Program-এ আমরা অফার করছি ৪ মাসের Linux Operating System প্রোফেশনাল কোর্স। এই কোর্সে লিনাক্স এর একদম ব্যাসিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে এডভান্সড লেভেল পর্যন্ত যা যা প্রয়োজন সমস্ত কিছু থাকছে এই কোর্সে।
কোর্সটির বিস্তারিত কারিকুলাম এবং কোর্সটি কিনতে নিচের লিঙ্ক এ ক্লিক করোঃ
✂️ Join this course: https://10mp.net/c/sa
⋆.˚🦋༘⋆
🔥🔥 10 Minute Program Affiliate Marketing 🔥🔥
এখন থেকে আনলিমিটেড PASSIVE EARNING করুন 10 Minute Program-এর AFFILIATE PRORAM-এ জয়েন করে। আমাদের প্রতিটা কোর্স আনলিমিটেড বার REFER করতে পারবা আনলিমিটেড STUDENT কে। এবং প্রতিটা রেফার থেকে পেয়ে যাও ৫০% পর্যন্ত কমিশন। আজই ফ্রি জয়েন করতে নিচের লিংক টি ক্লিক করোঃ
✂️ Joining Link: https://10mp.net/ap/
⋆.˚🦋༘⋆
💾 Episode Summary:
পাইথনে *মেম্বারশিপ* এবং *আইডেন্টিটি অপারেটর* দুটি ভিন্ন ধরনের অপারেটর যা বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়। এগুলোর বিস্তারিত ব্যাখ্যা নিচে তুলে ধরা হলো:
১. মেম্বারশিপ অপারেটর
মেম্বারশিপ অপারেটর ব্যবহার করে যাচাই করা হয় যে একটি মান একটি সিকোয়েন্স (যেমন: লিস্ট, টাপল, স্ট্রিং) এর অংশ কিনা।
*`in` অপারেটর:* এটি যাচাই করে যে একটি মান একটি সিকোয়েন্সে রয়েছে কিনা।
উদাহরণ:
```python
fruits = ['apple', 'banana', 'cherry']
print('apple' in fruits) # True
print('grape' in fruits) # False
```
*`not in` অপারেটর:* এটি যাচাই করে যে একটি মান একটি সিকোয়েন্সে নেই কিনা।
উদাহরণ:
```python
fruits = ['apple', 'banana', 'cherry']
print('apple' not in fruits) # False
print('grape' not in fruits) # True
```
২. আইডেন্টিটি অপারেটর
আইডেন্টিটি অপারেটর ব্যবহৃত হয় দুটি অবজেক্টের সমতা এবং তাদের মেমরি অবস্থান পরীক্ষা করার জন্য। এটি নির্ধারণ করে যে দুটি অবজেক্ট একই মেমরি লোকেশনে অবস্থিত কিনা।
*`is` অপারেটর:* এটি যাচাই করে যে দুটি অবজেক্ট একই মেমরি লোকেশনে আছে কিনা (অর্থাৎ, একই অবজেক্ট কিনা)।
উদাহরণ:
```python
a = [1, 2, 3]
b = a
c = [1, 2, 3]
print(a is b) # True (কারণ b হল a-এর রেফারেন্স)
print(a is c) # False (কারণ c নতুন একটি অবজেক্ট)
```
*`is not` অপারেটর:* এটি যাচাই করে যে দুটি অবজেক্ট আলাদা মেমরি লোকেশনে আছে কিনা।
উদাহরণ:
```python
a = [1, 2, 3]
b = [1, 2, 3]
print(a is not b) # True (কারণ a এবং b দুটি আলাদা অবজেক্ট)
```
🔴🟧🟡
10 Minute Program কে 🅵🅾🅻🅻🅾🆆 করুনঃ
🌐 https://www.10minuteprogram.net
/ 10minuteprogram
/ 10minuteprogram.official
𝕏 https://www.x.com/10minuteprogram
✂️https://www.10mp.net
If you find any issues in this video, please report the issue at:
📋https://10mp.org/report/
#10minuteprogram
#10mp
#mehrabmohul
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: