বাঁশ কাটলেই বের হয়ে আসে সাপ। নাগ বাংলাদেশে নাগিন ভারতে !
Автор: ধর্মীয় এবং দর্শনীয় স্থান
Загружено: 2025-10-09
Просмотров: 50952
বাঁশ কাটলেই বের হয়ে আসে সাপ। নাগ বাংলাদেশে নাগিন ভারতে !
চাঁদপুর জেলার কচুয়া থানায়। এই রহস্যজনক স্থান যুগ যুগ ধরে প্রচলিত আছে বিভিন্ন কথা। এখানকার বাস এবং বাঁশের পাতা কোনটাই কাটা যায় না, এখানকার বাস কাটলে নাকি সাপ হয়ে যায়, বিশেষ বিশেষ দিনে সাপগুলো বাইর হয়, বাঁশ গাছের পিছনে একটা খাল আছে সেই খালে সাপেরা নাকি খেলা করে। যদিও এটার ইতিহাস বিভিন্নভাবে প্রচলিত, একটা ঘটনা বেশি মানুষের মুখে শোনা যায় সেটা হল নাগ এবং নাগিন দুইজনের বিচ্ছেদ হয়েছিল নাগিন চলে গেছে ভারতে না ঘুরে গেছে এখানে বিশেষ কোন একটা কারণে ওদের মিলন হয় নাই তাই নাগ রাগ করে এখানে রয়ে গেছে এবং এখানেই থাকেন তবে উনাদেরকে কেউ ডিস্টার্ব করলে ওনাদের ভয়ংকর রূপ দেখান। যদিও আমার এই কথাগুলো এলাকার মানুষের থেকে শুনা এবং চলমান কথা। আমরা চেয়েছিলাম বাঁশ কেটে প্রমাণ করার জন্য। কিন্তু এলাকার স্থানীয় মানুষেরা নিষিদ্ধ করল এবং পরিবেশটা আমাদের কাছে ভিন্ন মনে হল ।ভয়ের কারণে সেই কাজটা করতে পারলাম না, যদি আমার গ্রামের হত, আমার বাড়ি হত, তাহলে আমি এই কাজটা করতে পারতাম। এখানে আরেকটা ব্যাপার রয়ে গেল সেটা হল এই বাস গাছ ঘিরে হিন্দু ধর্মালম্বীদের উপাসনালয় এবং উনাদের বিশ্বাসের জায়গা সে ক্ষেত্রেও বাঁশ কাটলে হয়তো অন্য ধর্মের লোকদের প্রতি একটা বিদ্বেষ সৃষ্টি হইতে পারে।
এটা একটা দর্শনীয় স্থান সেই কারণে আপনাদের মাঝে তুলে ধরলাম, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আল্লাহ হাফেজ।
মাজার একটি আরবী শব্দ, যা এখন শুধু বাংলাতেই ব্যবহৃত হয়। শব্দটি ফারসী দরগাহ শব্দের প্রতিশব্দ। এর ধাতুগত অর্থ ‘যিয়ারতের স্থান’।
মাজার বলতে সাধারণত আওলিয়া-দরবেশগণের সমাধিস্থলকে বোঝায়।
#বাঁশ_কাটলেই_বের_হয়ে_আসে_সাপ
#নাগ_বাংলাদেশে_নাগিন_ভারতে
#ধর্মীয়_এবং_দর্শনীয়_স্থান
*subscribe now: / @user-dharmio-sthan
*ফেইসবুক ফেইস: / ধর্মীয়-এবং-. .
subscribe now: https://www.youtube.com/channel/UCI93..
facebook link / tanha.rahman...
subscribe now: / @villagetocitybd
facebook link / village-to-city-103653161448593
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: