লকলকে কচি কুমড়োর ডাটা আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ রান্নাটা খেয়ে দেখবেন। kaddu ki paudhe ki sabjee
Автор: Namitar Sohoj Ranna
Загружено: 2025-12-01
Просмотров: 184
লকলকে কচি কমরু ডাটা আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ রান্নাটা খেয়ে দেখবেন। kaddu ki paudhe ki sabjee
বানাতে লাগে কুমড়োর ডাটা আলু নন হলদি পাউডার জিরা পাউডার লাল লঙ্কা পাউডার কাঁচালঙ্কা ধনেপাতা ফুরনের জন্য তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন। ঝুলের জন্য জল আর রান্নাটা হবে সরষের তেলে।
পদ্ধতি:- কুমড়ো ডাটা গুলি কেটে নিয়ে আলো বয়েল করে একটু ভেঙে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে কুমড়োর ডাটা গুলো নন হলুদ দিয়ে হালকা ভাজা হলে এখন সিদ্ধ আলু গুলো দিয়ে দেব। ভাজা ভাজা হলে নামিয়ে নেব। আবার ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ মসলা ফুরণ দিয়ে একটা বাটিতে কাঁচালঙ্কা শুকনো লঙ্কা পাউডার জিরা পাউডার ধনে পাউডার জলে গুলে নিয়ে ফুরনে দিয়ে দেব। মসলাটা কষানো হলে সবজিগুলো দিয়ে হালকা নেড়ে ঝোল দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না হলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা খুব স্বাস্থ্যকর। ডাটাতে ফাইবার প্রচুর আছে।
#cooking #bengali #recipe # kumrordata
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: