Tanguar Haor -2 || শিমুল বাগান, যাদুকাটা নদী, বারেক টিলা ও লাকমাছড়া ঝর্নার অপরুপ সৌন্দর্য উপভোগ
Автор: Forhad Hasan Sabuj
Загружено: 2023-05-25
Просмотров: 206
শিমুল বাগান (Shimul Bagan) সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর তীরে অবস্থিত যা একশ বিঘার বেশি জায়গা জুড়ে বিস্তৃত। বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা মন রাঙায় তো বটেই, ঘুম ভাঙায় সৌখিন হৃদয়ের। এ যেনো কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে যাদুকাটা নদী আর এপাড়ে শিমুল বাগান। সব মিলে মিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউয়ের গড় এ ১৪ বছর আগে ২ হাজার ৪০০ শতক জমিতে শুধুই সৌখিনতার বসে এই শিমুল বাগান গড়ে তোলেন, জয়নাল আবেদীন নামে স্থানীয় এক ধনাঢ্য ব্যবসায়ী। বসন্ত এলে যখন একসাথে দুহাজার শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে তখন পর্যটকদের নজর না কেড়ে উপায় কি!
কখন যাবেন
শিমুল বনের রক্ত রাঙ্গা সৌন্দর্যের দেখা মেলে বছরে একটি মাসে। ফাল্গুনের শুরুতে গেলে গাছে ফুল দেখতে পারবেন।
বাক্কা টিলা
বারিক্কা টিলা / বারেক টিলা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার অন্তর্গত। একপাশে বাংলাদেশের সীমান্ত, ওপাশে ভারত।
প্রাচীন সিলেট তিন ভাগে বিভক্ত ছিল। এগুলো হচ্ছে গৌড়, লাউড় আর জয়ন্তিয়া। ধারণা করা হয়, সুনামগঞ্জের তাহিরপুর ও আশপাশের এলাকা নিয়ে গঠিত ছিল সেই লাউড় রাজ্য। যার চিহ্ন পুরো এলাকা জুড়ে বিদ্যমান।
সুনামগঞ্জের ট্যাকেরঘাটের খুব কাছেই লাকমাছড়া। এই এলাকাটি ঘুরে দেখার জন্য মোটরবাইক ঠিক করা যায়। ট্যাকেরঘাট থেকে মাত্র পাঁচ মিনিটে বাইক নিয়ে যাওয়া যাবে লাকমাছড়ায়।
জাফলং আর বিছানাকান্দির মতই জলরাশি আর পাহাড়ে ঘেরা জায়গাটি। তবে এখনো খুব বেশি পর্যটক এখানে যাননি বলে পরিবেশটা বেশ নির্মল।
তবে চুনাপাথর আর কয়লা সংগ্রহকারী শ্রমিকদের আনাগোনা সব সময়েই থাকে এখানে। কোনো কোলাহল নেই, মানুষের ভিড় নেই, ময়লা আবর্জনা নেই বলে যে দিকে এগিয়ে যাবেন মুগ্ধ হবেন।
এখানে মেঘালয় পর্বতমালা থেকে প্রবাহিত ঝর্ণা ধারার পানি নেমে আসে। তবে বর্ষাকালে বৃষ্টির পানি বাড়ে।
বিশাল বিশাল আকারের সব পাথর পাবেন পুরো এলাকা জুড়ে। চার পাশে মেঘালয় পর্বতের সারি। ধাপে ধাপে নেমে আসা পাহাড়। সেই সাথে পাহাড়ের কোল জুড়ে সাদা ঝর্ণা।
পাহাড়ের গায়ে গড়ে উঠেছে অদ্ভুদ সুন্দর ঘরবাড়ি। পাহাড় কেটে বানানো রাস্তায় গাড়িও চলতে দেখবেন।
বেশি সময় থাকতে হলে আগে থেকেই বাইক ভাড়া করে নেয়ার সময় এসব নিয়ে আলোচনা করে নেবেন তা না হলে আপনার সৌন্দর্য উপভোগের সময় সেটি বাধা হয়ে দাঁড়াবে। আর লাকমাছড়া দেখতে হলে অবশ্যই বর্ষাকালে যাওয়া উচিত।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: