আমার মতো করে লাউ চাষ করলে মাচা ভর্তি ফলন পাবেন - আগাম লাউ চাষ পদ্ধতি ও পরিচর্যা করার নিয়ম - Gourd
Автор: Krishi Poribar
Загружено: 2024-08-21
Просмотров: 13720
আমার মতো করে লাউ চাষ করলে মাচা ভর্তি ফলন পাবেন - আগাম লাউ চাষ পদ্ধতি ও পরিচর্যা করার নিয়ম - Gourd
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লাউ চাষ করলে বাম্পার ফলন পাবেন।
যদিও হাইব্রিড় লাউ সারা বছর চাষ করা যায়, তবে শীতকাল হচ্ছে লাউ চাষের সিজেন, এই সময়ে ফলন অনেক বেশি পাওয়া যায়।
তবে আপনার এলাকায় যে লাউয়ের চাহিদা বেশি, সেই জাতের লাউ চাষ করবেন।
প্রায় সব ধরনের মাটিতে লাউ চাষ করা যায় তবে এঁটেল মাটি অনেক সময় পানি ধরে রাখে, তাই গ্রীষ্মকালে এঁটেল মাটিতে লাউ চাষাবাদ ভাল হয়।
আমাদের দেশে শীতও বেশি না আবার গরমও বেশি না এমন আবহাওয়া লাউ চাষাবাদের জন্য উপযোগী।
সেচ ও পানি নিকাশের সুবিধাযুক্ত পর্যাপ্ত সূর্যালোক পায় এমন জমি লাউ চাষের জন্য নির্বাচন করতে হবে।
লাউ গাছের শিকড় ব্যাপক বৃদ্ধির জন্য জমি কয়েক বার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে, যাতে সহজে শেকড় অনেক দুর যেতে পারে।
লাউ মোটামুটি দীর্ঘ মেয়াদী ফসল, তাই লাউ গাছ ফলন পাওয়া যায় লম্বা সময়কাল ধরে।
এ জন্য লাউ চাষ করে সফলতা পেতে গাছের জন্য পর্যাপ্ত খাবার সরবরাহ নিশ্চির করতে হবে।
আপনারা লাউ বীজ সরাসরি জমিতে বপন করে দিতে পারেন। আবার চাইলে চারা তৈরী করেও বপন করতে পারেন।
প্রতি মাদার জন্য ২-৩ টি চারা রোপন অথবা ৩-৪ টি বীজ বপন করতে হবে।
পরে মাদায় ২-১ টি গাছ রাখলেই চলবে। জমি শুকনো থাকলে চারা রোপন করে পানি দিতে হবে।
মাচায় লাউ চাষ করলে ভাল ফলন পাবেন। আর মাটিতে লাউ চাষ করলে ফলের একদিক বিবর্ণ হয়ে বাজারমূল্য কমে যায় এবং প্রাকৃতিক পরাগায়ন খুব কম হয় ফলে ফলনও কমে যায়।
লাউয়ের গাছ অনেক ভারি হয়ে থাকে, তাই মাচাটা আপনারা অব্যশই মজবুত করে দিয়ে দিবেন।
লাউয়ের প্রচুর পরিমাণ ফলন পাওয়ার জন্য সময়মত গাছে পরিচর্যা করবেন।
লাউ গাছ গুলো মাচার মাঝে উঠিয়ে দেওয়ার সময় গোড়া থেকে অনেক শোষক শাখা বের হয়।
কাজেই এই ধরনের শোষক শাখা গুলো আপনারা কেটে অপসারণ করে দিবেন।
ঠিকমত পরাগ্রায়ন হলে লাউয়ের প্রচুর ফলন হয়।
লাউ সাধারণত কচি অবস্থায় সংগ্রহ করতে হয়। পরাগায়নের ১৫ দিন পরই লাউ খাওয়ার উপযুক্ত হয়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: