বৌভাতের খাওয়া-দাওয়া শেষ করে সবাই মিলে চলে গেলাম ঘুরতে নিমতলা হাউজিং এ ।
Автор: Shimo lifestyle vlog
Загружено: 2025-12-23
Просмотров: 168
বিয়ের দিন রাতে তো সবাই মিলে বউকে নিয়ে অনেক আনন্দ করলাম তারপরে দিন এর কি বৌভাতের দিন ওইখানে সবাই মিলে খাওয়া-দাওয়া শেষ করে তারপর বিকালবেলা চলে গেলাম যেখানে জায়গা নিয়েছিলাম তো সেখানে । গ্রাম থেকে আমার যে বোনেরা থেকে আসছে তাদেরকে দেখানোর জন্য এর কি সেখানে নিয়ে গিয়েছিলাম। তো সবাই মিলে বিয়ের দিন রাতে তো সবাই মিলে বউকে নিয়ে অনেক আনন্দ করলাম তারপরে দিন এর ওইখানে সবাই মিলে খাওয়া-দাওয়া শেষ করে তারপর বিকালবেলা চলে গেলাম যেখানে জায়গা নিয়েছিলাম তো সেখানে যে গ্রামের বোনের গ্রাম থেকে যে বোনের আসছিল তাদেরকে দেখানোর জন্য এর কি সেখানে নিয়ে গিয়েছিলাম তো সবাই মিলে ওইখানে হালকা পাতলা খাওয়া-দাওয়া ছবি তোলা তারপর আস্তে আস্তে কি সন্ধ্যা হয়ে গেছে। এত আনন্দ করলাম ছবি তুললাম তো এই জিনিসগুলাই কিন্তু স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যাবে। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাই ভাল থাকেন সুস্থ থাকেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: