বল্লা কলোনীপাড়ার জন্মকথা
Автор: Praner Mati
Загружено: 2025-03-30
Просмотров: 63
৫৬ বছর আগে তৎকালীন শাসক আইয়ুব আলী খানের আমলে গড়ে এই জনপদটির নাম বল্লা কলোনীপাড়া। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামের দক্ষিণপাড়ায় গড়ে ওঠা এপাড়াটি কলোনীপাড়া নামে পরিচিত। ঝিকরগাছা বাঁকড়া সড়কের গা ঘেঁষে গড়ে ওঠার এপাড়ায এখন ৫৫ টি বাস করেন। কোলনী স্থাপনকালে সরকার ঘোষণা দেন, যে সমস্ত পরিবার এই কলোনীতে এসে বসতি স্থাপন করবে তাদের প্রতি পরিবারের বসতির জন্য দেওয়া হবে ১৫ শতক জমি, হালচাষের জন্য এক একর জমি, এক জোড়া গরু বা মহিষ, একটি গৃহ, গৃহ নির্মাণের জন্য যাবতীয় সরঞ্জাম, ঢেউটিনসহ নগদ টাকা প্রদান করা হবে। পুনর্বাসনে ও স্থায়ী বসবাসের আশায় এখানে এসে জড়ো হয় এ অঞ্চলের ৫০টি পরিবার। তখন উল্লেখিত সুযোগ সুবিধা থেকে প্রায় বঞ্চিত হয়ে তারা নিজ প্রচেষ্টায় নির্মাণ করে নেয় কুড়ে ঘরের মতো বসত ঘর।
সরকার সে সময় আশ্রিত ৫০টি পরিবারের জন্য প্রদান করেন মাত্র দুই একর জমি। বাকি প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হয় কলোনিবাসী। গড়ে ওঠা কলোনীর জন্য সরকার প্রদান করেন মাত্র একটি টিউবওয়েল। এতে করে পানির অভাবে ১০টি পরবার বাদে সকলে এখান থেকে চলে যায় অন্যত্র। বাকিরা সীমাহীন কষ্টের মধ্যে জীবন যাপন করছে কলোনিতে। অনেকই এখন স্বাবলম্বী হয়েছেন। অনেকের ছেলেমেয়েরা আজ উচ্ছ পর্যায়ে লেখাপড়া করছে। কেউ চাকরিবাকরিও করছেন।
এই কলোনীতে বসবাসরত অনেক লোক একসময়ে ভারতের মোম্বাই শহরে কাজ করতেন। তবে অধিকাংশদের ছেলেরা প্রবাসী। বাকিরা ক্ষেত-খামারে মজুরের কাজ করেন। সেই কুড়ে ঘরের জায়গায় এখন পাকা-আধাপাকা ঘর করেছেন এখানকার বাসিন্দারা। সেই ১০ পরিবার থেকে এখন এপাড়ায় ৫৫ পরিবার হয়েছে। আর সেই একটি টিউবওয়েলের জায়গায় বসানো হয়েছে ৫০ টি টিউবওয়েল। ২০১৬ সালে গ্রামের মাস্টার ওমর আলী নিজের জায়গায় মসজিদ নির্মাণ করে দিয়েছেন।
কলোনীবাসীর মৃত মানুষকে দাফন করার জন্য কবরস্থানও করে দিয়েছেন তিনি। ২০২২ সালে বল্লা গ্রামের রেজানুর সাইফুল্লাহ প্রধান সড়ক থেকে মসজিদ পর্যন্ত ইটের সলিং করে রাস্তা করে দিয়েছেন।
#বল্লা #ঝিকরগাছা #jashore #কলোনীপাড়া #জনপদ #গ্রামীণ_জনপদ #গ্রামজীবন
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: