শীতের দিনে লেপ বৃষ্টি দিনে ছাতা /শীত আসছে, ব্যস্ত লেপ-তোশকের কারিগররা
Автор: Shudhu Ekbar
Загружено: 2021-01-31
Просмотров: 4590
বৃষ্টি দিনে ছাতা শীতের দিনে লেপ/শীত আসছে, ব্যস্ত লেপ-তোশকের কারিগররা
শীতের দিনে লেপের নীচে একটু বেশি ঘুমান, অসুবিধা কী?!শীতের দিন ঘুম ভাঙার পর লেপের ... ঘুম, শীত, লেপ, নামায (গরম, বৃষ্টি, রোদ, ছাতা, কাঁথা-বালিশ - আরো যা কিছু আছে....)
চ্যানেলে প্রচারিত ভিডিও গুলো Facebook Share করে ছড়িয়ে দিন তবে Facebook এ Re-upload করা থেকে বিরত থাকুন এবং চ্যানেলে প্রচারিত ভিডিও গুলো ভাল লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন।
ধন্যবাদ আমাদের Channel টি Subscribe করার জন্য।******************************
কারও শীত কষ্টের, কারও উপভোগের...............
সকাল আর সন্ধ্যায় হালকা কুয়াশা, দুপুরে কড়া রোদ, কখনো একটু-আধটু হিমেল হাওয়া—এই ছিল পৌষের শুরুর চিত্র। কিন্তু শেষ দিকে এসে বাংলা মাসটি হাজির আপন বৈশিষ্ট্যে। বেলা গড়ালেই বাড়ছে কুয়াশা, পুরো সকালে থাকছে সেই দাপট। শীতল হাওয়ায় দুপুরেও তেজহীন সূর্য। কারও কাছে এটি হয়ে উঠছে উপভোগ্য, আবার কারও কাছে দুর্বিষহ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে শৈত্যপ্রবাহ চলছে। গতকাল রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন-চার দিন তাপমাত্রা প্রায় একই থাকবে।
গতকাল সকালে জমাটি শীত উপেক্ষা করে মোহাম্মদপুরের টাউন হল বাজারে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী রাইয়ান মাহফুজ। গায়ে গরম জ্যাকেট, গলায় উলের মাফলার। শীতের সবজি ও মাংস কেনা শেষে কিনলেন খেজুরের গুড়। রাইয়ান বলেন, শীত মানেই তো পিঠাপুলির সময়। শীতের সকালে পরিবারের সবাইকে নিয়ে পিঠা খাওয়ার আনন্দই অন্য রকম। বাজারের ব্যাগ নিয়ে গাড়িতে উঠলেন রাইয়ান। গাড়ির দরজায় টোকা দিচ্ছে এক শিশু। গায়ে ময়লা, ছেঁড়া জামা; ঠান্ডায় কালচে মুখ। শীতের কাঁপুনিও শরীরে স্পষ্ট। জানা গেল তার নাম সিয়াম। বয়স ৮-১০ বছর। বাড়ি কিশোরগঞ্জ। বাবা নেই, থাকে মায়ের সঙ্গে মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকার বস্তিতে। সিয়ামদের কাছে শীত কষ্টের। প্রথম আলোকে বললও তাই, ‘গরমই ভালা, শীতে কষ্ট লাগে।অনেকটা সিয়ামের মতো অবস্থা রহমত আলীর। দিন পাঁচেক আগে এসেছেন গাইবান্ধা থেকে। একটি শার্ট গায়ে দিয়ে রিকশা চালাচ্ছেন তিনি। মিরপুরের একটা গ্যারেজে থাকবেন। রহমত বললেন, ‘রিকশা চালালে শীত লাগে না। তবে রাত কাটানোই কষ্টের। বৃহস্পতিবার রাত কাটিয়েছি আগুনের পাশে বসে থেকে।’শীতের এমন চিত্র দেখা গেছে কারওয়ান বাজার, কমলাপুর রেলস্টেশন, দোয়েল চত্বর-সংলগ্ন ফুটপাতসহ রাজধানীর বিভিন্ন এলাকায়। এসব এলাকায় শীতে অনেককেই গোল হয়ে কাগজ-খড়কুটো পুড়িয়ে উষ্ণতা নিতে দেখা গেছে। আবার পাতলা চাদর মুড়ি দিয়ে ফুটপাতে শুয়েও কাটিয়েছেন অনেকে।শীতের নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষের কষ্ট সীমাহীন হলেও হাসি ফুটেছে দোকানিদের। নিউমার্কেটের একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, গত বছরের মতো এ বছরও শীত তেমন ছিল না। তবে দুই দিন থেকে শীত বাড়ায় শীতের কাপড় বিক্রি বেড়েছে। সেই সঙ্গে দামও কিছুটা বেড়েছে বলে স্বীকার করেছেন তাঁরা।
চ্যানেলে প্রচারিত ভিডিও গুলো ভাল লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন।
ধন্যবাদ আমাদের Channel টি Subscribe করার জন্য।*****
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: