Dhaker Bajna - অসাধারণ ঢাকের বাজনা শেখরনগর শ্রী শ্রী রক্ষাকালী পূজা ২০২১
Автор: Dip Kunda
Загружено: 2021-03-31
Просмотров: 16087
কুণ্ড বাড়ি
মাগুরা জেলার শ্রীপুর থানার তারাউজিয়াল গ্রামে অবস্থিত।
ঐতিহ্যবাহী এই বাড়িটি পূর্বে নীলকুঠি হিসাবে ব্যবহারিত হতো । পরবর্তীতে নীল বিদ্রোহ এর পর জমিদার তাঁরাচাঁদ কুণ্ড এই নীলকুঠি সহ পুরো পরগনা কিনে নিয়ে নিজের জমিদারি প্রতিষ্ঠা করেন । তার নামেই তারাউজিয়াল গ্রামের নাম । এই বাড়ির চারপাশ এ পূর্বে উঁচু প্রাচীর ছিল বর্তমান এ বাড়ির দুই পাশ এ এটা অবশিষ্ট আসে । বাড়ির দক্ষিণ দিকে একটি সুবিশাল পুকুর আছে । জনশ্রুতি আসে এ বাড়ির পিছন থেকে একটি সুড়ঙ্গ পথ এই পুকুরে এসে মিলিত হয়েছে । এ বাড়ির উত্তর পাশে রাস্তার সাথে ছিল অশ্বশালা বর্তমান এটিতে মানববসতি স্থাপিত হয়েছে । জমিদার তাঁরাচাঁদ কুণ্ড মহানুভব জমিদার ছিলেন । এ ছাড়া তার বংশধররা সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত । যার কারনে জমিদারী না থাকলেও সমগ্র অঞ্চলের মানুষ এই বংশের প্রতিটি সদস্য কে সম্মান ও শ্রদ্ধা করে ।
জমিদার বাড়িটির বর্তমান উত্তরাধিকারী বাবু আজিত কুমার কুণ্ড ।
এপার বাংলা ওপার বাংলা মিলে এই বাড়ির বর্তমান সদস্য সংখ্যা ১৩৬ জন ।
বর্তমান এ জমিদারী নেই কিন্তু কালের সাক্ষী হিসাবে টিকে আসে এই ঐতিহ্যমণ্ডিতো বাড়িটি ।
১৯৪৭ সালের দেশভাগ এর পর থেকে এ বাড়ির জৌলুশ কমতে থাকে । আজিত কুমার কুণ্ড এর পিসিমা তরঙ্গিণী দেবী সংকল্প করেছিলেন যশোর জেলা যদি ভারত এর ভিতর না যায় তাহলে দুর্গা পুজা বন্ধ করে দিবেন । দেশভাগ হয়ে গেলে পুজা বন্ধ হয়ে যায় ।
কিন্তু জমিদারী প্রতিষ্ঠার পর থেকে চলে আসা কালি পুজা কখন ও বন্ধ হইনি । যা আজ ও চলছে ।
১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের সময় বেশির ভাগ জমি বেদখল হয়ে যায় । কিন্তু উৎসব এর জাকজমক এ কখন ও ভাটা পরেনি ।
আমার এই চ্যানেলে মূলতো আমাদের বাড়ির বিভিন্ন উৎসব এর ভিডিও দেওয়া হয়, আমাদের এই বনেদী বাড়ির উৎসব এর ভিডিও দেখতে পাবেন সাথে এই উপমহাদেশের বিভিন্ন লোকজ সাংস্কৃতিক কর্মকান্ডের ভিডিও পাবেন।
সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের সংস্কৃতি সম্ভার।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: