অধ্যায়-১৯,২০,২১ | Time Management | সময় ব্যাবস্থাপনা | Audio book | Brian Tracy Bangla Audiobook
Автор: Online Educare
Загружено: 2022-04-12
Просмотров: 119
Book : টাইম ম্যানেজমেন্ট
অধ্যায়ঃ ১২ ( একনিষ্ঠভাবে মনোযোগ দিন )
Writer : Brian Tracy
Translator : Hadishur Rahman
#audiobook #time_management #Online_Educare
আজকে ভিডিও ব্রায়ান ট্রেসির ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বই "টাইম ম্যানেজমেন্ট" নিয়ে। ব্রায়ান ট্রেসি কে বলা হয় বর্তমান পৃথিবীর অন্যতম সেরা লেখক। যার লেখা ঘুমন্ত মানুষ কে জাগিয়ে তুলে। অলস মানুষ কে কর্মমুখী করে তুলে। যিনি একাধারে ৩০০ অধিক কোম্পানি কে পরামর্শ দিয়ে থাকেন। প্রতি বছর দেশের বাইরে ১০০ টি সেমিনার নেন। এখন পর্যন্ত কয়েক ডজন ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বই এর লেখক তিনি। তার সবচেয়ে বেশি জনপ্রিয় বই টাইম ম্যানেজমেন্ট।
এ বই টি পড়ে ১ সেকেন্ড সময় নষ্ট করাও অনেক কঠিন। বই টি পড়ার ফলে আপনার ভিতর এমন কিছু পরিবর্তন আসবে যা আপনাকে কর্মক্ষেত্রে সর্বোচ্চ সফলতার শীর্ষে নিয়ে যাবে এবং আপনার আচার আচারণে আপনাকে অন্য ১০ টি মানুষ থেকে আলাদা করে ফুটিয়ে তুলবে।
প্রতিটি মানুষ এর জীবনে সময় ব্যবস্থাপনা অত্যান্ত জরুরি। বিলিয়নিয়ার দের জন্য যেমন একদিনে ২৪ ঘন্টা গরীব দের জন্য ও একদিন ২৪ ঘন্টা। পার্থক্য হচ্ছে দুই শ্রেনীর মানুষ কিভাবে তাদের সময় ব্যয় করছে। আপনি আপনার ২৪ ঘন্টা সময় কিভাবে কাটাচ্ছেন সেটা ঠিক করে দিবে ৫ বছর পর আপনি বিল গেটস হবেন নাকি রিক্সাওয়ালা হবেন। তাই এক মিনিট সময় হেলায় পার করা আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর।
সফল হওয়ার যদি কোন সিক্রেট থাকে সেটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। বিল গেটস, ইলন মাস্ক, স্টিব জবস এরা ক্যারিয়ার শুরুতে ১৬-২০ ঘন্টা পরিশ্রম করেছে। তারা দক্ষভাবে তাদের সময় কে কাজে লাগিয়েছেন বলে আজকে তারা বিলিয়নিয়ার।
ব্যার্থ মানুষরা তাদের সময় কে অবহেলা করে কাটিয়েছেন বলে তারা আজকে ব্যার্থ। তাই আজকে তারা জীবিকা অর্জনে এত কষ্ট করতেছে। আপনি আপনার দৃ্ষ্টিতে একজন ব্যার্থ মানু্ষ নাম মনে করুন। এবার নিজেকে প্রশ্ন করুন উনি ওনার দিনের সময় গুলো কিভাবে কাটায়। আপনি দেখতে পাবেন ওনার সময় এর উপর ওনার কোন নিয়ন্ত্রণ নেই।
একটা কথা প্রচলিত আছে মানুষ ততটুকু সুখ অনুভব করে যতটুকু সে তার সময় কে নিয়ন্ত্রণ করতে পারে। তাই জীবনে সুখি হওয়ার জন্য আপনাকে অবশ্যই পড়তে হবে এ বই টি।
আপনি যদি অপ্রয়োজনীয় কাজে আপনার সময় নষ্ট করে থাকেন, আপনি যদি সারাক্ষণ মানসিক চাপে ভুগেন, আপনি যদি চাকরিতে পদোন্নতি চান, বিজনেস এ সর্বোচ্চ সফলতা অর্জন করতে চান তাহলে সম্ভবত এটা আপনার জন্য পৃথিবীর সেরা বই হবে।
আর সে জন্যই আমরা আপনাদের কাছে সম্পূর্ণ বইটির অডিও নিয়ে হাজির হয়েছি। এখানে আপনি সম্পূর্ণ বইটির অডিও শুনতে পারবেন। পর্যায়ক্রমে ভিডিও শুনতে আমাদের প্লেলিষ্ট চেক করুন।
অডিও বুক, টাইম ম্যানেজমেন্ট, time management, bangla audio book, audiobook bangla, bengal audiobook, ব্র্যায়ান ট্রেসি, brian tracy, bangla book reading, বাংলা অডিও বই, bangla, motivational speech, motivational, inspirational, video, inspire, motivate, time, management, hacks, tips, tricks, সময়ের সঠিক ব্যবহার, audio book, bangladesh, বাংলা, বাংলাদেশ, খবর, উৎসাহমূলক ভিডিও, মোটিভেশনাল ভিডিও, bangla audiobook, উৎসাহদায়ক ভিডিও, জীবনধর্মী ভিডিও, বাংলা ভিডিও, teenagers, mind, educational video
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: