সময়ের সেরা গজল | বিরহে দিল পুড়ে ছারখার | Birohe Dil | আমার কেউ নেই তুমি ছাড়া | Muklesur Rahaman Nuri
Автор: MB SUNNI MEDIA
Загружено: 2025-10-31
Просмотров: 648
সময়ের সেরা গজল | বিরহে দিল পুড়ে ছারখার | Birohe Dil | আমার কেউ নেই তুমি ছাড়া | Muklesur Rahaman Nuri
লিরিক✍️
বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসুলাল্লাহ সা.।
আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসুলাল্লাহ।
কতজনে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়।
আমাকে দাওনা দিদার একটিবার, ইয়া রাসুলাল্লাহ সা. (ঐ)
শুধু একবার দেখিতে চাই, জীবনে আরযে চাওয়া নাই,
তুমি এই অসহায়েরি সহায়, ইয়া রাসুলাল্লাহ সা. (ঐ)
বিরহে দিল বেকারার জান, গোলামের জং ধরা এ প্রাণ। (২)
ওয়ারাফানা লাকা যিকরাক, তব শান, ইয়া রাসুলাল্লাহ সা.
মুলাকাতের আশা বুকে নিয়ে, মরি ধুকে ধুকে (২)
তুমি যে শাফায়াতকারী হাশরে, ইয়া রাসুলাল্লাহ সা. (ঐ)
নিরলে জল ঝড়ে, চোখে কাতর, ইশকের অসুখে। (২)
সে রোগের শিফা তব নামেতে, ইয়া রাসুলাল্লাহ (ঐ)
হাশরের ঐ কঠিন দিনে, ভয়েরি সেই মহা ক্ষণে।
আমাকে লুকিও তোমার দামানে, ইয়া রাসুলাল্লাহ (ঐ)
#abir_chowdhury
#abirrecords
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: