বাক্য অনুযায়ী প্রভু আমাদের সুস্থতার জীবন দিতে চায়✝️ গীত-৬২:৮পদ ✝️ যিশাইয়-৫৩:৪পদ✝️
Автор: ঈশ্বরের মন্ডলী
Загружено: 2024-03-09
Просмотров: 27155
বাক্য অনুযায়ী প্রভু আমাদের সুস্থতার জীবন দিতে চায়✝️ গীত-৬২:৮পদ ✝️ যিশাইয়-৫৩:৪পদ✝️ #ঈশ্বরেরমন্ডলী
For business enquiries
Email :-
[email protected]
সবাই কে জয় যীশু........
আমাদের এই চ্যানেলের পাশাপাশি আরো একটা চ্যানেল খোলা হয়েছে আপনাদের সুবিধার জন্য।সেই চ্যানেলে থাকছে শুধু মাত্র প্রভু যীশুর খুব সুন্দর সুন্দর হিন্দি গান আর এই গানের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে গানের লিরিক্স। হিন্দি গানের লিরিক্স ডেসক্রিপশন বক্সে হিন্দি ইংলিশ ও বাংলা তে দেওয়া আছে। যাতে প্রভু যীশুর বাক্যের সাথে সাথে তার হিন্দি গান আমার শিখতে পারি ।
চ্যানেলের লিংক 👇👇👇👇
♥️ / @hindichristiansong-o2v
আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন থাকতে পারেন কারণ সেখানে অনেক গানের লিরিক্স এবং অনেক বাক্য আপলোড করা হয়।
টেলিগ্রাম চ্যানেলের লিংক:-
♥️https://t.me/ABHcwfhuzv
ফেসবুক পেজের লিংক:-
♥️https://www.facebook.com/profile.php?...
কারো কোনো অসুবিধা থাকলে বা কিছু জানার প্রয়োজন থাকলে তাহলে আমাদের এই ভিডিওতে কমেন্ট করুন কিংবা এই whatsapp নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং ফোন করার প্রয়োজন থাকলে রাত্র 8 টারপরে ফোন করুন।
☎️
+918348834141
বাক্য অনুযায়ী প্রভু আমাদের সুস্থতার জীবন দিতে চায়
✝️পবিত্র বাইবেলের বাক্য✝️
------------------------------------------
💗 যিরমিয় ৩২:২৭পদ💗
---------------------------------
দেখ, আমিই সদাপ্রভু সমুদয় মর্ত্ত্যের ঈশ্বর; আমার অসাধ্য কি কিছু আছে?
💗প্রেরিত-৪:১২পদ💗
-------------------------------
কেননা আকাশের নীচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে।
💗যিশাইয়-৫৩:৪পদ💗
----------------------------------
সত্য, আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন; তবু আমরা মনে করিলাম, তিনি আহত, ঈশ্বরকর্ত্তৃক প্রহারিত ও দুঃখার্ত্ত।
💗যিশাইয় -৪১:১০ পদ💗
--------------------------------------------
ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি; ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর; আমি তোমাকে পরাক্রম দিব; আমি তোমার সাহায্য করিব; আমি আপন ধর্ম্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব।
💗পিতর-২:২৪পদ💗
--------------------------------------
তিনি আমাদের “পাপভার তুলিয়া লইয়া” আপনি নিজে দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্ম্মিকতার পক্ষে জীবিত হই; “তাঁহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ”।
💗মার্ক-১১:২২পদ💗
------------------------------------
যীশু উত্তর করিয়া তাঁহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখ।
💗গীতসংহিতা -৬২:৮পদ💗
---------------------------------------
হে লোক সকল, সতত তাঁহাতে নির্ভর কর, তাঁহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙ্গিয়া বল; ঈশ্বরই আমাদের আশ্রয়। সেলা।
💗গীতসংহিতা -১০৩:৩পদ💗
----------------------------------------------------
তিনি তোমার সমস্ত অধর্ম্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতীকার করেন।
💗গীতসংহিতা -১০৭:২০ পদ💗
----------------------------------------------
তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করেন, তাহাদের খাত হইতে তাহাদিগকে রক্ষা করেন।
💗ইব্রীয়-৪:১২ পদ💗
-------------------------------------
ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য্যসাধক,
💗গণনাপুস্তক-২৩:১৯পদ💗
------------------------------------
ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন; তিনি মনুষ্য-সন্তান নহেন যে অনুশোচনা করিবেন; তিনি কহিয়া কি কার্য্য করিবেন না? তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না?
💗যাত্রাপুস্তক-২৩:২৫পদ💗
---------------------------------------
তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও; তাহাতে তিনি তোমার অন্নজলে আশীর্ব্বাদ করিবেন, এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: