বাংলাদেশকে ঘিরে আগ্রহ বাড়ছে দক্ষিণ কোরিয়ার !! আসছে ১২ বিলিয়ন ডলারের প্রকল্প। Bangladesh- South Korea
Автор: Bioscope Entertainment
Загружено: 2020-11-09
Просмотров: 466012
বাংলাদেশের উন্নতির অংশীদার হিসাবে কোরিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। পণ্য আমদানি ও রফতানির মাধ্যমে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের
বাণিজ্যিক সম্পর্ক অনেকদিনের। এবার সরাসরি বাংলাদেশে বিনিয়োগ করতে চাইছে কোরিয়া । সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকে বাংলাদেশে কোরিয়ার বিখ্যাত হুন্দাই কোম্পানির সংযোজন কারখানা যাত্রা শুরু করবে। ইতোমধ্যে এদেশে কারখানা করেছে স্যামসাং এবং এলজি। সাম্প্রতিক সময়ে ইলেকট্রনিকস, অটোমোবাইল ও অবকাঠামো খাতে বাংলাদেশকে ঘিরে আগ্রহ বাড়ছে দক্ষিণ কোরিয়ার।
কোরীয় বাণিজ্য বিনিয়োগ প্রচারণা সংস্থা কেওটিআরএ বা কটরার তথ্য অনুযায়ী, কোরিয়ার প্রতিষ্ঠান যুক্ত আছে বাংলাদেশে এমন চলমান প্রকল্প আছে ১৪টি। সাসেক রোড কানেকটিভিটি সুপারভিশনে যুক্ত আছে
কুহ্নয়া ইঞ্জিনিয়ারিং। সিলেট এয়ারপোর্ট স্টেনদেনিং প্রকল্পে আছে হাল্লা করপোরেশন। ঢাকা ওয়াটার পিউরিফিকেশন প্লান্টের সঙ্গে আছে হুন্দাই রোটেম। পদ্মা সেতু ( Mega Project ) সুপারভিশনে আছে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন ।
আখাউড়া-লাকসাম রেলওয়ে সুপারভিশনে যুক্ত কোরীয় প্রতিষ্ঠানটি হলো দোহওয়া ইঞ্জিনিয়ারিং, হযরত শাহজালাল বিমান বন্দর ( Dhaka Airport ) এক্সপ্যানশন প্রকল্পে আছে স্যামসাং সিঅ্যান্ডটি। এদিকে ভান্ডালজুরি ওয়াটার সাপ্লাই প্রকল্পে আছে তায়েইয়াং ইঅ্যান্ডসি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পের সঙ্গে আছে কোরিয়ার হুন্দাই ডেভেলপমেন্ট কোম্পানি।
পটুয়াখালী-গোপালগঞ্জ পাওয়ার লাইন প্রকল্পে আছে জিএস ইঅ্যান্ডসি। মেঘনাঘাট
পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে আছে স্যামসাং সিঅ্যান্ডটি। কক্সবাজার এয়ারপোর্ট ডেভেলপমেন্ট প্রকল্পে আছে হাল্লা করপোরেশন। মাতারবাড়ী কোল পাওয়ার প্লান্টে আছে পসকো ইঅ্যান্ডসি। বাকখালী রিভার ব্রিজ ( bakkhali bridge ) প্রকল্পে আছে হাল্লা করপোরেশন। মাতারবাড়ী পাওয়ার প্লান্ট পোর্ট ওয়ার্কস প্রকল্পের সঙ্গে আছে হুন্দাই ( Hyundai ) ইঅ্যান্ডসি।
বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার রোড শোতে বাংলাদেশের আটটি কর্তৃপক্ষের সঙ্গে ১৭টি কোরীয় প্রতিষ্ঠান আলোচনায় অংশ নিয়েছে। বাংলাদেশ সরকার, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাইকা ও এআইআইবির অর্থায়নে ১ হাজার ১৮৫ কোটি বা প্রায় ১২ বিলিয়ন ডলারের প্রকল্পগুলো নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করছে কোরিয়ার কোম্পানিগুলো। প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত বাংলাদেশী সংস্থার মধ্যে আছে ঢাকা ওয়াসা, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সড়ক ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি (ইডকল)।
তথ্য সূত্রঃ বণিক বার্তা ও ডিফেন্স রিসার্চ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: