Shei tumi keno by - Nobel | সেই তুমি কেন এত অচেনা হলে - নোবেল | Official HD Video Song 1080p
Автор: Five Fingers
Загружено: 20 июл. 2019 г.
Просмотров: 502 073 просмотра
ভারতীয় বাংলা টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘সা রে গা মা পা’তে অতিথি হয়েছেন বাংলাদেশের সংগীতশিল্পী নোবেল। ইতোমধ্যে ধারণকৃত অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জানুয়ারি।
নিজের অনুভূতি প্রকাশ করে নোবেল বলেন, “মিউজিশিয়ান হিসেবে আমাকে ‘সা রে গা মা পা’ অনুষ্ঠান কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছিল। অনুষ্ঠানটিতে অংশ নিতে পেরে আমি খুব খুশি। কলকাতার যেসব তারকাকে ছোটবেলা থেকে টিভিতে দেখেছি, তাঁদের সঙ্গে একমঞ্চে পারফর্ম করেছি। এর চেয়ে আনন্দের ব্যাপার আর কী হতে পারে!’
এছাড়া ভারতের সংগীতশিল্পী রথীজিৎ ভট্টাচার্যের প্রশংসা করে নোবেল বলেন, ‘অনুষ্ঠানে পারফর্ম করতে রথীজিৎ দাদা আমাকে অনেক সাহায্য করেছেন। তাঁর প্রতি আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আমি তাঁর প্রতি কৃতজ্ঞও বটে।’
তিনি আরো জানান, অনুষ্ঠানের শুরুতে তিনি একটু নার্ভাস ছিলেন। পরে তাঁর নাভার্সনেস একদম ছিল না। অনেক মজা করে অনুষ্ঠান শেষ করেন তিনি।
বর্তমানে নোবেল ব্যস্ত সময় পার করছেন নতুন অ্যালবামের কাজ নিয়ে। এ বিষয়ে তিনি বলেন, ‘নতুন অ্যালবামের বেশ কিছু গানের কাজ শেষ করেছি। তিনটা গানের কাজ এখনো বাকি আছে। এ বছরে অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছা রয়েছে।’

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: