স্পন্দন প্রতিযোগিতায় খ গ্রুপ বিশেষ পুরষ্কার প্রাপ্ত সিফাতুল্লাহ সায়েমের গান । আকাশের ধারা আর
Автор: Spondon Audio Visual Centre
Загружено: 2022-09-07
Просмотров: 11834
আপনাদের প্রিয় চ্যানেল স্পন্দন ছোটদের নিয়ে আয়োজন করে ইসলামী গান প্রতিযোগিতা ২০২২। খ গ্রুপে শত শত প্রতিযোগীর মধ্য থেকে ধাপে ধাপে ফাইনাল রাউন্ডে সেরা ৬ প্রতিযোগী উঠে আসে। তাদের মধ্য থেকে সিফাতুল্লাহ সায়েম পুরস্কার পায়। আজ তাঁর পরিবেশিত গানটি আপনাদের সাথে শেয়ার করা হলো। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা নতুন এক ঝাঁক শিল্পীর সন্ধান পেলাম। নতুন প্রজন্মের মাঝে এভাবেই ইসলামী সংস্কৃতি ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ।
...............
স্পন্দন ইসলামী গান প্রতিযোগিতা ২০২২ খ গ্রুপ চূড়ান্ত পর্ব
বিশেষ পুরষ্কার প্রাপ্ত সিফাতুল্লাহ সায়েমের গান
গানঃ আকাশের ধারা আর
কথাঃ নূরুজ্জামান শাহ্
সূরঃ সাইফুল্লাহ মানছুর
বিচারক মন্ডলীর সদস্যঃ
ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান, আবু তাহের বেলাল, মশিউর রহমান, লিটন হাফিজ চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান
বিশেষ সহযোগিতাঃ ফারুক হোসাইন
সম্পাদনা ও নির্দেশনাঃ সাজ্জাদ হোসেন পাভেল
পরিচালনায়ঃ এম এ তাওহীদ
লেবেলঃ স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টার
.........................
হে মালিক ক্ষমা চাই || নূরুজ্জামান শাহ্
সুরঃ সাইফুল্লাহ মানছুর
আকাশের ধারা আর উজানের ঢল
হে মালিক ক্ষমা চাই আর কতো জল।।
রহম চাদরে তুমি ঢেকে নাও রব
নাহলে ডুবেই যাবে আমাদের সব!
গবাদি পশুর দল ভেসে যায় বানে
হয়তো হারালো কেউ শেষ সম্বল।।
আমরা ভীষণ পাপি- পাপ বেশুমার
তবু হাত তুলে আছি আশা যে ক্ষমার!
তুমি ছাড়া নেই প্রভু আমাদের কেউ
শুনবে কে বানভাসি হৃদয়ের ঢেউ?
খাবার পানীয় জল নেই কতো ঘরে
কই যাবে দিশেহারা খালি করতল।।
১৭.০৬.২০২২
..................
** ANTI-PIRACY WARNING **
All rights reserved. These Visual Element is Copyrighted Content. Any Unauthorized Publishing is Strictly Prohibited.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: