জামালপুর,সরিষাবাড়ির,আদ্রা গ্রামের ঐতিহ্যবাহী মেন্দার মজলিশ | তিন গরু, আঠারোটি ডেগ, হাজার লোকের আগমন
Автор: sadi maziru
Загружено: 2021-06-19
Просмотров: 45305
জামালপুর,সরিষাবাড়ির,আদ্রা গ্রামের ঐতিহ্যবাহী মেন্দার মজলিশ | তিন গরু,আঠারোটি ডেগ এবং হাজার লোকের আগমন
আজ মজলিশ কি বা মেন্দা কি সেটা বুঝানোর চেষ্টা করবো।
তাহলে একটু মনযোগ সহকারে পড়ুন বিশেষ করে সরিষাবাড়ির বাহিরে যারা আছেন তাদের জন্য আজকের লেখাটা।
আঞ্চলিক নামঃ- মজলিস/ব্যাপার/চল্লিশা এটা যারা সরিষাবাড়িবাসী আছে তারাই বুঝবে।
অন্য অঞ্চলের যারা আছে তারা হয়তো বা অন্য নামে পরিচিত। আর এটা করা হয় একজন ব্যক্তি মৃত্যুবরণ করার দিন থেকে ৪০ দিনের ভিতরে।
যারা দাওয়াতি থাকেঃ- আশেপাশের ও নিজ এলকার গরীব দুঃখী, প্রতিবেশী এলাকাবাসী আত্মীয়-স্বজন এবং জানাজায় অংশগ্রহণ করা লোকজন।
যে পরিমান লোক দাওয়াতে আসেঃ- এটা সম্পূর্ণ নির্ভর করে মৃত ব্যক্তির পরিবারের অর্থনৈতিক অবস্থার উপর
যেমনঃ উদাহরণস্বরূপ মৃতব্যক্তি উচ্চবিত্ত পরিবারের হলে ২/৩ হাজর থেকে ৫/৭হাজার মানুষের জন্য আয়োজন করা হয়! মধ্যবিত্ত হলে এক হাজার থেকে দুই/ আড়াই হাজার মানুষের আয়োজন করা হয়। নিম্নবিত্ত হলে ৫০০ থেকে ১হাজার মানুষের আয়োজন করা হয়। এবং একেবারে গীরব হলেও ২থেকে ৫০০ মানুষের আয়োজন করা হয়।
খাবারের আয়োজনে যা থাকেঃ চাউলের গুড়ার সাথে গরু মহিষ ও খাসির গোশত সাথে প্রয়োজনীয় মশলা দিয়ে সংমিশ্রণে যেটা তৈরি করা হয় সেটা কে আমাদের সরিষাবাড়ির আঞ্চলিক ভাষায় মিল্লি/মেন্দা/পিঠালি বলা হয় এবং সাথে সাদা ভাত থাকে।
আশা করি সবাই আমাদের সরিষাবাড়ির ঐতিহ্য গুলোর মধ্যে একটির সমন্ধে সম্পূর্ণ ধারণা পেয়েছেন।
আর এটি চলে আসছে সরিসাবাড়ি সৃষ্টির একেবারে আদিকাল থেকে।
আর এই সমস্ত খরচ করা হয় শুধু মাত্র মৃত ব্যাক্তির আত্তার মাগফিরাতের জন্য।
সময়ের বিবর্তনে এভাবেই চলে আসছে আমার সরিষাবাড়ির সংস্কৃতি।এভাবেই ভালবেসে ফেলেছি জেলার ও থানার মানুষ ও আমার সংস্কৃতিকে।
C: জামালপুর ডেস্ক
জামালপুরের,সরিষাবাড়ির ঐতিহ্যবাহী মেন্দার মজলিস | সরিষাবাড়ির বিখ্যাত মেন্দার মজলিস | Sadi Maziru
• জামালপুরের,সরিষাবাড়ির ঐতিহ্যবাহী মেন্দার ম...
Facebook: / sadimaziru
Youtube: / @sadimaziru
Thanks for watching this video
Like------Comment------Share------Subscribe
#ঐতিহ্য
#মিল্লি
#মেন্দা
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: