কৈ মাছের ঝোল - অস্থির মজা - কই মাছের হরগৌরী | কই মাছের গঙ্গা-যমুনা - Nishir Kona
Автор: TECH RADIO BD
Загружено: 2017-04-26
Просмотров: 1158
টমেটো দিয়ে কৈ মাছের ঝোল - অস্থির মজা
উপকরনঃ পাকা টমেটো – ৩৫০ গ্রাম, কৈ মাছ –আধা কেজি, কাঁচা মরিচ – ৫ টি, মরিচের গুড়া – ১ চা চামচ, পেয়াজ বাটা – ১ চা চামচ, রসুন বাটা – আধা চা চামচ, হলুদের গুড়া – আধা চা চামচ, আদা বাটা – ১ চা চামচ, লবণ - পরিমান মত, জিরা বাটা – আধা চা চামচ, ধনে পাতা – সামান্য ও তেল – পরিমান মত। প্রনালীঃ প্রথমে মাছ ভাল করে কেটে ধুয়ে নিন। এরপর টমেটো ধুয়ে চার ফালি করে কেটে রাখুন। তারপর কড়াইয়ে সব বাটা মসলা দিয়ে মাছ কষিয়ে নিন। কষানো হয়ে গেলে মসলা থেকে মাছ তুলে রাখুন অন্য পাত্রে। এবার ঐ পাত্রে টমেটো দিয়ে কিছুক্ষন কষিয়ে নিন। কষানো হলে সামান্য পানি দিয়ে ঢাকনায় ঢেকে চুলার আচ দিন। তরকারির ঝল ফুটে উঠলে মাছ ঢেলে দিন। প্রায় পাঁচ মিনিট পর ঝল যখন ঘন হয়ে আসবে তখন ধনিয়া পাতা কুচি ছিটিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন। মজাদার কৈ মাছের ঝল গরম ভাতের সাথে দুপুরে পরিবেশন করুন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: